bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

আশুরা দিবসে ভালো খাবার আয়োজনের বিধান

প্রশ্ন: অনেক আলেম ও বক্তাদের মুখে আশুরার দিন ভালো খাবার পরিবেশন করার কথা শোনা যায়—এ সম্পর্কে শরীয়তের বিধান কী?

উত্তর: আশুরার দিন উত্তম খাওয়া পরিবেশন সম্পর্কে সহীহ বা বিশদ্ধ কোনো বর্ণনা পাওয়া যায়নি। তবে একটি হাদীস আমাদের দেশে অনেক বক্তার মুখে শোনা যায় এবং বিভিন্ন পুস্তিকায় পাওয়া যায়, তা হলো— “যে ব্যক্তি এ দিনে তার পরিবার পরিজনের জন্য উত্তম খাবার পরিবেশন করে, আল্লাহ তাদের জন্য পূর্ণ এক বছর ভালো খাবারের ফয়সালা করেন।”

এই হাদীসটি নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত নয়। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও জাল হাদীস হিসেবে পরিগণিত।

কোনো আমল প্রমাণিত হতে হলে অবশ্যই তার সপক্ষে বিশুদ্ধ হাদীস তথা প্রমাণ থাকতে হবে। প্রমাণ ছাড়া কোনো কিছু বলা বা করা সম্পূর্ণ বিদ‘আত; কারণ হাদীসে এসেছে, যে ব্যক্তি এমন কোনো আমল করলো যার সপক্ষে কোনো দলীল নেই—তা প্রত্যাখ্যাত। সুতরাং প্রশ্নে উল্লিখিত এ ধরনের কিছু বিশ্বাস করা বা আমল করা সবই বিদ‘আত ও বর্জনীয়।

সুতরাং আশুরার দিন বিশেষভাবে ভালো খাবার খাওয়ানো বা খাওয়া কোনো শরয়ী আমল নয়, বরং এটি ভিত্তিহীন একটি প্রচলন। তবে যে ব্যক্তি পরিবারকে সারা বছরই যথাসম্ভব ভালোভাবে খাওয়ানোর চেষ্টা করেন, তা নিঃসন্দেহে ভালো কাজ।

জাকেরুল্লাহ আবুল খায়ের
সম্পাদনা: প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

Share on