
প্রফেসর ড. মোহাম্মদ মানজুরে ইলাহী
তিনি মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শারী‘আহ অনুষদে ১৯৮৮ সাল হতে ২০০২ সাল পর্যন্ত অধ্যয়ন করেছেন। মদীনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত তিনি-ই প্রথম বাংলাদেশী। তিনি মদীনার প্রখ্যাত শাইখদের কাছ থেকে সরাসরি শিক্ষা গ্রহণ করেছেন এবং শাইখ ‘আব্দুল ‘আযীয বিন বায, শাইখ মুহাম্মাদ ইবন সালিহ ইবন উসাইমীন ও শাইখ সালিহ আল-ফাওযানসহ বিখ্যাত শাইখদের শিক্ষামূলক আলোচনা, লেকচার, হালাকা ও দারসে তিনি সরাসরি বসেছেন, তাঁদের নিকট থেকে ইলম অর্জন করেছেন। পাশাপাশি শাইখুল ইসলাম ইবনু তাইমিয়্যাহ ও তাঁর সুযোগ্য দুই ছাত্র ইমাম ইবনুল কাইয়্যিম ও ইমাম ইবনু কাসীরের লেখা জ্ঞানসমৃদ্ধ রচনাবলি তিনি ব্যাপকভাবে অধ্যয়ন করেছেন এবং তা থেকে মণি-মুক্তা আহরণ করে আলোকিত হয়েছেন।
বর্তমানে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক। এখানে তাঁর তত্ত্বাবধানে বহু গবেষক এম. ফিল. ও পিএইচডি করছেন। জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়ায় ইসলামের প্রচার ও প্রসারের কাজে তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। এ ছাড়াও তিনি নানামুখী গবেষণা ও কারিকুলাম উন্নয়ন কার্যক্রমের সাথে সম্পৃক্ত থেকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে কাজ করে যাচ্ছেন।
ইসলামী জ্ঞানকে সবার কাছে পৌঁছানোর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেছেন “তাইবাহ একাডেমি”, “কুল্লিয়াতুল কুরআন ওয়াদ-দিরাসাতিল ইসলামিয়্যাহ” ও “ইমাম বুখারী ট্রাস্ট” যা দেশে ও দেশের বাহিরে হাজারো মুসলিমের নিকট ইসলামের আদর্শ ও শিক্ষাকে পৌঁছে দিচ্ছে। আল্লাহ রাব্বুল ‘আলামীন তার এ প্রচেষ্টাকে কবুল করুন এবং এতে বারাকাহ দিন।