সাদাকায়ে জারিয়ার কাজে আমাদের সাথে থাকুন
আস-সালামু ‘আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,
সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের ওপর। অতঃপর, আপনাদের সামনে “কমিউনিটি ওয়েলফেয়ার ইনিশিয়েটিভ (CWI)” সম্পর্কে সংক্ষেপে কিছু কথা উপস্থাপন করছি—
আলহামদুলিল্লাহ, ২০১৯ সালের ডিসেম্বর মাসে “কমিউনিটি ওয়েলফেয়ার ইনিশিয়েটিভ (CWI)” তার যাত্রা শুরু করে। এটি সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত একটি প্রতিষ্ঠান, যা কোনো দল, সংগঠন বা গ্রুপের অন্তর্ভুক্ত নয় এবং ভবিষ্যতেও আমরা এই ধরনের সম্পৃক্ততা থেকে মুক্ত থাকতে আল্লাহর সাহায্য চাই।
আমাদের একমাত্র লক্ষ্য হলো বাংলা ভাষাভাষী মানুষের কাছে বিশুদ্ধ ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া—যাতে তারা যাচাই-বাছাই করে সঠিক দীন জানতে, বুঝতে ও গ্রহণ করতে পারে। এই উদ্যোগ কখনোই আর্থিক লাভের উদ্দেশ্যে গৃহীত নয়; বরং আমাদের একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর দীন প্রচার ও প্রসার এবং সহীহ আকীদা ও মানহাজের আলোকে মুসলিমদের জ্ঞান অর্জনে সহযোগিতা করা।
এই মহৎ কাজ চলমান রাখতে প্রতি মাসে আমাদের একটি উল্লেখযোগ্য পরিমাণ অর্থের প্রয়োজন হয়। তাই আমরা আপনাদের কাছে আন্তরিক আহ্বান জানাই—“কমিউনিটি ওয়েলফেয়ার ইনিশিয়েটিভ (CWI)”-এর পাশে থাকুন, আপনার দো‘আ ও সহযোগিতার মাধ্যমে আমাদের সহায়তা করুন।
আমাদের এই প্রতিষ্ঠানে যারা নিয়মিত সহযোগিতা করছেন, তারা নিঃসন্দেহে আল্লাহর নেক বান্দাদের অন্তর্ভুক্ত। আমরা কখনোই তাদের নাম-পরিচয় প্রকাশ করি না, তবে আল্লাহ তা‘আলা তাদের এই নীরব ত্যাগ ও অবদানকে কবুল করুন এবং দুনিয়া ও আখিরাতে তাদের উত্তম প্রতিদান দান করুন। আমিন।
প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
পরিচালক ও সভাপতি
কমিউনিটি ওয়েলফেয়ার ইনিশিয়েটিভ
মোবাইল: +880 1552-373787
ইমেইল: aburayyan111@gmail.com
অনুদান পাঠান
কমিউনিটি ওয়েলফেয়ার ইনিশিয়েটিভ (CWI) একটি জনকল্যাণমূলক দীনী প্রতিষ্ঠান, যার প্রতিটি কাজই ইসলামের জন্য নিবেদিত। আমরা আমাদের প্রতিষ্ঠানটিকে একটি অনলাইন দাওয়াহ প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা করতে চাই, যেখানে দাওয়াহর কাজকে আরও ফলপ্রসূ ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে। এই উদ্যোগ বাস্তবায়নের জন্য আমাদের প্রয়োজনীয় কিছু ব্যয় রয়েছে, যেমন—
- একজন ওয়েব ডেভেলপারের বেতন।
- একজন ক্যামেরাম্যানের বেতন।
- একজন মিডিয়া অ্যাডমিনের বেতন।
- একজন সহকারী এডিটর ও অ্যাডমিন অফিসারের বেতন।
- দুইজন অনুবাদকের বেতন।
- অফিস পরিচালনার অন্যান্য খরচ।
- ওয়েবসাইটের খরচ।
উপর্যুক্ত প্রয়োজনীয় খরচ মেটানোর জন্য আমরা আপনাদের কাছে সাদাকায়ে জারিয়া প্রদানের আবেদন জানাচ্ছি। আপনার সহায়তা এই মহৎ কাজকে এগিয়ে নিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।