গর্ভে সন্তান মারা গেলে কি তার ওপর জানাযা পড়তে হবে?
প্রশ্ন: ভ্রূণ (গর্ভের সন্তান) মারা গেলে কি তার ওপর জানাযা পড়তে হবে?
উত্তর: যদি গর্ভপাত চার মাস পূর্ণ হওয়ার আগে হয়, তবে সেটি মানুষ হিসেবে গণ্য নয়। বরং এটি মাংসের একটি টুকরো মাত্র, যেখানেই হোক তাকে দাফন করা হবে। তার গোসল দেওয়া হবে না, জানাযাও পড়া হবে না, নামও রাখা হবে না এবং কিয়ামতের দিনে সে পুনরুত্থিতও হবে না।
কিন্তু যদি চার মাস পূর্ণ হওয়ার পর মারা যায়—যে সময়ে ভ্রূণের মধ্যে আত্মা প্রবিষ্ট হয়েছে এবং সে একজন মানুষে পরিণত হয়েছে—তাহলে তাকে গোসল দেওয়া হবে, কাফন পরানো হবে, জানাযা পড়া হবে, নাম রাখা হবে, আকীকা করা হবে এবং কবর দেওয়া হবে।
মাজমূ’ ফাতাওয়া ও রাসায়েল ইবনে উসাইমীন ২৫/২২৫
তথ্যসূত্র: ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত।