bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

দাওয়াহ, গবেষণা ও দা‘ঈ প্রশিক্ষণ সেন্টার

দাওয়াহ, গবেষণা ও দা‘ঈ প্রশিক্ষণ সেন্টার | Da’wah, Research, and Da’i Training Center | مركز الدعوة والبحوث وتدريب الدعاة

বিবরণ

আল্লাহর পথের দাওয়াত ফরয কাজ। প্রতিটি মুসলিম তা করতে আদিষ্ট। কিন্তু কিসের দাওয়াত দিবে আর কীভাবে সে দাওয়াতের কাজ করবে, কীভাবে তা ফলপ্রসু হবে—এ সংক্রান্ত হাতে কলমে শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া খুবই জরুরী বিষয়। সে উদ্দেশ্যকে সামনে রেখে সারা বাংলাদেশে কয়েকটি দাওয়াহ সেন্টার স্থাপন করার সিদ্ধান্ত হয়েছে। আল-হামদুলিল্লাহ, তারই প্রথম কাজ হিসাবে ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর কুষ্টিয়া ক্যাম্পাসের সামনে ৬ তলা বিশিষ্ট একটি ভবন তৈরী করা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে, “আবুবকর আস-সিদ্দীক রাদ্বিয়াল্লাহু আনহু সেন্টার ফর এডুকেশন অ্যান্ড রিসার্চ (AACER)”। তাতে উপরোক্ত গবেষণা ও দা‘ঈ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

প্রতিষ্ঠানটিতে বর্তমান যে সব কর্মকাণ্ড রয়েছে 

  • নিচ তলা: মসজিদ ও অযুখানা।
  • দ্বিতীয় তলা: লাইব্রেরী ও মহিলাদের সালাতের ব্যবস্থা।
  • তৃতীয় তলা: ক্লাস রুম তিনটি।
  • চতুর্থ তলা: ক্লাস রুম তিনটি।
  • পঞ্চম তলা: ছাত্রদের আবাসন তিনটি কক্ষ।
  • ষষ্ঠ তলা: ছাত্রদের আবাসন তিনটি কক্ষ।
  • ছাদের ওপর (স্টিল শেড কক্ষ): রান্নাঘর, ডায়নিং।

বর্তমানে দাওয়া সেন্টারটিতে তিনটি বিশেষ বিভাগ (তাখাসসুস) পরিচালিত হচ্ছে

এক. আরবী ভাষা শিক্ষা (বিশেষায়িত) বিভাগ।
দুই. ইসলামী শিক্ষা (বিশেষায়িত) বিভাগ।
তিন. উলুমুল হাদীস (বিশেষায়িত) বিভাগ।

লাইব্রেরী ও ডিজিটাল লাইব্রেরী

একটি সমৃদ্ধ লাইব্রেরী প্রতিষ্ঠার নিমিত্তে দ্বিতীয় তলার লাইব্রেরীর জন্য প্রায় ২১ লাখ টাকার আরবী বই ক্রয় করা হয়েছে—এ প্রক্রিয়া চলমান। সদকায়ে জারিয়ার নিয়তে এখানে আপনাদের দানের হাত প্রশস্ত করার অনুরোধ থাকল।

আর ডিজিটাল লাইব্রেরী প্রতিষ্ঠার বিষয়টি এখনও প্রক্রিয়াধীন। এ ডিজিটাল লাইব্রেরী ও ডিজিটাল মনিটর এর জন্য প্রায় দশ লক্ষ টাকার প্রয়োজন। এ ব্যাপারেও আপনাদের সুদৃষ্টি কামনা করছি।

ডায়নিং হল

ডায়নিং হলের আসবাবপত্র ক্রয়ের জন্য এখনি আমাদের ৬ লাখ টাকার মতো সরঞ্জামাদি দরকার। এ ব্যাপারে সকলের সহযোগিতা চাচ্ছি।

আমাদের দাওয়াতী এ সেন্টারটি পরিচালনার জন্য বর্তমানে প্রতিমাসে প্রায় ১ লক্ষ টাকা খরচ হয়। এর কোনো নিজস্ব আয়ের উৎস নেই। আশা করছি আপনারা বিষয়টি বিবেচনা করবেন।

আল্লাহ আমাদের এ প্রচেষ্টা কবুল করুন। আমাদের দেশের জন্য দা‘ঈ তৈরীর এ প্রতিষ্ঠানটি যেন তার ফল প্রদান করতে পারে সে দো‘আ আপনারা করবেন। এর মতো করে আরো কিছু দা‘ওয়াতী সেন্টার করার ব্যাপারে আমাদের এ সেন্টারটি যেন একটি মাইলফলক হিসাবে কাজ করতে পারে সে প্রার্থনা রাব্বুল আলামীনের দরবারে করছি।

অনুদান পাঠান

আসুন, দাওয়াত ও দা‘ঈ তৈরীর পথে নিজেদের সার্বিক সহযোগিতার হাত প্রসারিত করি। সদকায়ে জারিয়ার সন্দেহাতীত খাতে নিজেকে জড়িত করি।

Mobile Banking

Nagad No: 01755-628050
Account type: Personal

Islami Bank Bangladesh PLC

Acccount Name: Abu Bakar Md. Zakaria
Acccount No: 20501750201024917
Routing No: 125440640
Swift Code: IBBLBDDH175
Branch: Jhenidah Branch

Export Import Bank of Bangladesh PLC

Acccount Name: Dr. Abu bakar md. Zakaria
Acccount No: 0112008738303
Routing No: 100440649
Swift Code: EXBKBDDH
Branch: Jhenaidah Branch
Share on