وَلَوۡلَا فَضۡلُ ٱللَّهِ عَلَيۡكُمۡ وَرَحۡمَتُهُۥ وَأَنَّ ٱللَّهَ تَوَّابٌ حَكِيمٌ ١٠
তোমাদের প্রতি আল্লাহ্র অনুগ্রহ ও দয়া না থাকলে(১); এবং আল্লাহ্ তো তাওবা গ্রহণকারী ও প্রজ্ঞাময়।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া