وَتَمَّتۡ كَلِمَتُ رَبِّكَ صِدۡقٗا وَعَدۡلٗاۚ لَّا مُبَدِّلَ لِكَلِمَٰتِهِۦۚ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ ١١٥
আর সত্য ও ন্যায়ের দিক দিয়ে আপনার রবের বাণী পরিপূর্ণ(১)। তাঁর বাক্যসমূহের পরিবর্তনকারী কেউ নেই(২)। আর তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ(৩)।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া