إِنَّ إِبۡرَٰهِيمَ كَانَ أُمَّةٗ قَانِتٗا لِّلَّهِ حَنِيفٗا وَلَمۡ يَكُ مِنَ ٱلۡمُشۡرِكِينَ ١٢٠
নিশ্চয় ইবরাহীম ছিলেন এক ‘উম্মাত’(১), আল্লাহ্র একান্ত অনুগত, একনিষ্ঠ(২) এবং তিনি ছিলেন না মুশরিকদের অন্তর্ভুক্ত— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া