يَدۡعُواْ لَمَن ضَرُّهُۥٓ أَقۡرَبُ مِن نَّفۡعِهِۦۚ لَبِئۡسَ ٱلۡمَوۡلَىٰ وَلَبِئۡسَ ٱلۡعَشِيرُ ١٣
সে এমন কিছুকে ডাকে যার ক্ষতিই তার উপকারের চেয়ে বেশি নিকটতর(১)। কত নিকৃষ্ট এ অভিভাবক এবং কত নিকৃষ্ট এ সহচর(২)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া