قَالُواْ طَٰٓئِرُكُم مَّعَكُمۡ أَئِن ذُكِّرۡتُمۚ بَلۡ أَنتُمۡ قَوۡمٞ مُّسۡرِفُونَ ١٩
তারা বললেন, তোমাদের অমঙ্গল তোমাদেরই সাথে(১); এটা কি এজন্যে যে, তোমাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে(২)? বরং তোমরা এক সীমালঙ্ঘনকারী সম্প্রদায়।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া