وَقَٰتِلُواْ فِي سَبِيلِ ٱللَّهِ ٱلَّذِينَ يُقَٰتِلُونَكُمۡ وَلَا تَعۡتَدُوٓاْۚ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ ٱلۡمُعۡتَدِينَ ١٩٠
আর যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে(১) তোমরাও আল্লাহ্র পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ কর(২) ; কিন্তু সীমালংঘন করো না(৩)। নিশ্চয় আল্লাহ্ সীমালংঘনকারীদেরকে ভালবাসেন না।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া