ذُرِّيَّةَ مَنۡ حَمَلۡنَا مَعَ نُوحٍۚ إِنَّهُۥ كَانَ عَبۡدٗا شَكُورٗا ٣
তাদের বংশধর(১), যাদেরকে আমরা নূহের সাথে আরোহণ করিয়েছিলাম(২), তিনি তো ছিলেন পরম কৃতজ্ঞ বান্দা(৩)।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া