إِنَّ ٱللَّهَ لَا يَظۡلِمُ مِثۡقَالَ ذَرَّةٖۖ وَإِن تَكُ حَسَنَةٗ يُضَٰعِفۡهَا وَيُؤۡتِ مِن لَّدُنۡهُ أَجۡرًا عَظِيمٗا ٤٠
নিশ্চয় আল্লাহ অণু পরিমাণও যুলুম করেন না(১)। আর কোনো পূণ্য কাজ হলে আল্লাহ সেটাকে বহুগুণ বর্ধিত করেন(২) এবং আল্লাহ তাঁর কাছ থেকে মহাপুরস্কার প্রদান করেন(৩)।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া