إِنَّ ٱللَّهَ لَا يَظۡلِمُ ٱلنَّاسَ شَيۡٔٗا وَلَٰكِنَّ ٱلنَّاسَ أَنفُسَهُمۡ يَظۡلِمُونَ ٤٤
নিশ্চয় আল্লাহ্ মানষের প্রতি কোনো যুলুম করেন না(১)। বরং মানুষই নিজেদের প্রতি যুলুম করে থাকে(২)।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া