وَأَطِيعُواْ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَلَا تَنَٰزَعُواْ فَتَفۡشَلُواْ وَتَذۡهَبَ رِيحُكُمۡۖ وَٱصۡبِرُوٓاْۚ إِنَّ ٱللَّهَ مَعَ ٱلصَّٰبِرِينَ ٤٦
আর তোমরা আল্লাহ্ ও তাঁর রাসূলের আনুগত্য কর(১) এবং নিজেদের মধ্যে ঝগড়া করবে না(২), করলে তোমরা সাহস হারাবে এবং তোমাদের শক্তি বিলুপ্ত হবে(৩)। আর ধৈর্য ধারণ কর(৪); নিশ্চয় আল্লাহ্ ধৈর্যশীলদের সাথে রয়েছেন(৫)।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া