وَجَآءَ إِخۡوَةُ يُوسُفَ فَدَخَلُواْ عَلَيۡهِ فَعَرَفَهُمۡ وَهُمۡ لَهُۥ مُنكِرُونَ ٥٨
আর(১) ইউসুফের ভাইয়েরা আসল এবং তার কাছে প্রবেশ করল(২)। অতঃপর তিনি তাদেরকে চিনলেন, কিন্তু তারা তাকে চিনতে পারল না।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া