bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [১৫] আল-হিজর | Al-Hizr | سورة الحجر

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ৯৯
[১৫:৯১] সূরা আল-হিজর, আয়াত নং ৯১
Share on
ٱلَّذِينَ جَعَلُواْ ٱلۡقُرۡءَانَ عِضِينَ ٩١
যারা কুরআনকে বিভিন্নভাবে বিভক্ত করেছে(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:৯২] সূরা আল-হিজর, আয়াত নং ৯২
Share on
فَوَرَبِّكَ لَنَسۡ‍َٔلَنَّهُمۡ أَجۡمَعِينَ ٩٢
কাজেই শপথ আপনার রবের! অবশ্যই আমরা তাদের সবাইকে প্রশ্ন করবই— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:৯৩] সূরা আল-হিজর, আয়াত নং ৯৩
Share on
عَمَّا كَانُواْ يَعۡمَلُونَ ٩٣
সে বিষয়ে, যা তারা আমল করত।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:৯৪] সূরা আল-হিজর, আয়াত নং ৯৪
Share on
فَٱصۡدَعۡ بِمَا تُؤۡمَرُ وَأَعۡرِضۡ عَنِ ٱلۡمُشۡرِكِينَ ٩٤
অতএব আপনি যে বিষয়ে আদেশপ্রাপ্ত হয়েছেন তা প্রকাশ্যে প্রচার করুন এবং মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নিন।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:৯৫] সূরা আল-হিজর, আয়াত নং ৯৫
Share on
إِنَّا كَفَيۡنَٰكَ ٱلۡمُسۡتَهۡزِءِينَ ٩٥
নিশ্চয় আমরা বিদ্রুপকারীদের বিরুদ্ধে আপনার জন্য যথেষ্ট(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:৯৬] সূরা আল-হিজর, আয়াত নং ৯৬
Share on
ٱلَّذِينَ يَجۡعَلُونَ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَۚ فَسَوۡفَ يَعۡلَمُونَ ٩٦
যারা আল্লাহ্‌র সাথে অন্য ইলাহ নির্ধারণ করে। কাজেই শিঘ্রই তারা জানতে পারবে।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:৯৭] সূরা আল-হিজর, আয়াত নং ৯৭
Share on
وَلَقَدۡ نَعۡلَمُ أَنَّكَ يَضِيقُ صَدۡرُكَ بِمَا يَقُولُونَ ٩٧
আর অবশ্যই আমরা জানি, তারা যা বলে তাতে আপনার অন্তর সংকুচিত হয়— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:৯৮] সূরা আল-হিজর, আয়াত নং ৯৮
Share on
فَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّكَ وَكُن مِّنَ ٱلسَّٰجِدِينَ ٩٨
কাজেই আপনি আপনার রবের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন এবং আপনি সাজদাকারীদের অন্তর্ভুক্ত হোন(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:৯৯] সূরা আল-হিজর, আয়াত নং ৯৯
Share on
وَٱعۡبُدۡ رَبَّكَ حَتَّىٰ يَأۡتِيَكَ ٱلۡيَقِينُ ٩٩
আর আপনার মৃত্যু আসা পর্যন্ত আপনি আপনার রবের ইবাদাত করুন(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 10 of 10