bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [৩৭] আস-সাফফাত | As-Saffat | سورة الصافات

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ১৮২
[৩৭:৯১] সূরা আস-সাফফাত, আয়াত নং ৯১
Share on
فَرَاغَ إِلَىٰٓ ءَالِهَتِهِمۡ فَقَالَ أَلَا تَأۡكُلُونَ ٩١
পরে তিনি চুপিচুপি তাদের দেবতাগুলোর কাছে গেলেন এবং বললেন, 'তোমরা খাদ্য গ্রহণ করছ না কেন— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৭:৯২] সূরা আস-সাফফাত, আয়াত নং ৯২
Share on
مَا لَكُمۡ لَا تَنطِقُونَ ٩٢
তোমাদের কী হয়েছে যে তোমরা কথা বল না— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৭:৯৩] সূরা আস-সাফফাত, আয়াত নং ৯৩
Share on
فَرَاغَ عَلَيۡهِمۡ ضَرۡبَۢا بِٱلۡيَمِينِ ٩٣
অতঃপর তিনি তাদের উপর সবলে আঘাত হানলেন।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৭:৯৪] সূরা আস-সাফফাত, আয়াত নং ৯৪
Share on
فَأَقۡبَلُوٓاْ إِلَيۡهِ يَزِفُّونَ ٩٤
তখন ঐ লোকগুলো তার দিকে ছুটে আসল।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৭:৯৫] সূরা আস-সাফফাত, আয়াত নং ৯৫
Share on
قَالَ أَتَعۡبُدُونَ مَا تَنۡحِتُونَ ٩٥
তিনি বললেন, 'তোমরা নিজেরা যাদেরকে খোদাই করে নির্মাণ কর তোমরা কি তাদেরই ইবাদাত কর— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৭:৯৬] সূরা আস-সাফফাত, আয়াত নং ৯৬
Share on
وَٱللَّهُ خَلَقَكُمۡ وَمَا تَعۡمَلُونَ ٩٦
অথচ আল্লাহ্ই সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমরা যা তৈরী কর তাও(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৭:৯৭] সূরা আস-সাফফাত, আয়াত নং ৯৭
Share on
قَالُواْ ٱبۡنُواْ لَهُۥ بُنۡيَٰنٗا فَأَلۡقُوهُ فِي ٱلۡجَحِيمِ ٩٧
তারা বলল, 'এর জন্য এক ইমারত নির্মাণ কর, তারপর একে জ্বলন্ত আগুনে নিক্ষেপ কর।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৭:৯৮] সূরা আস-সাফফাত, আয়াত নং ৯৮
Share on
فَأَرَادُواْ بِهِۦ كَيۡدٗا فَجَعَلۡنَٰهُمُ ٱلۡأَسۡفَلِينَ ٩٨
এভাবে তারা তার বিরুদ্ধে চক্রান্তের সংকল্প করেছিল; কিন্তু আমরা তাদেরকে খুবই হেয় করে দিলাম(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৭:৯৯] সূরা আস-সাফফাত, আয়াত নং ৯৯
Share on
وَقَالَ إِنِّي ذَاهِبٌ إِلَىٰ رَبِّي سَيَهۡدِينِ ٩٩
তিনি বললেন, 'আমি আমার রবের দিকে চললাম(১), তিনি আমাকে অবশ্যই হেদায়াত করবেন— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৭:১০০] সূরা আস-সাফফাত, আয়াত নং ১০০
Share on
رَبِّ هَبۡ لِي مِنَ ٱلصَّٰلِحِينَ ١٠٠
হে আমার রব! আমাকে এক সৎকর্মপরায়ণ সন্তান দান করুন।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 10 of 19