bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [৩৭] আস-সাফফাত | As-Saffat | سورة الصافات

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ১৮২
[৩৭:১২১] সূরা আস-সাফফাত, আয়াত নং ১২১
Share on
إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ ١٢١
এভাবেই আমরা মুহসিনদেরকে পুরস্কৃত করে থাকি।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৭:১২২] সূরা আস-সাফফাত, আয়াত নং ১২২
Share on
إِنَّهُمَا مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِينَ ١٢٢
নিশ্চয় তারা উভয়ে ছিলেন আমাদের মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৭:১২৩] সূরা আস-সাফফাত, আয়াত নং ১২৩
Share on
وَإِنَّ إِلۡيَاسَ لَمِنَ ٱلۡمُرۡسَلِينَ ١٢٣
আর নিশ্চয় ইলইয়াস ছিলেন রাসূলগণের একজন(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৭:১২৪] সূরা আস-সাফফাত, আয়াত নং ১২৪
Share on
إِذۡ قَالَ لِقَوۡمِهِۦٓ أَلَا تَتَّقُونَ ١٢٤
যখন তিনি তার সম্প্রদায়কে বলেছিলেন, 'তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৭:১২৫] সূরা আস-সাফফাত, আয়াত নং ১২৫
Share on
أَتَدۡعُونَ بَعۡلٗا وَتَذَرُونَ أَحۡسَنَ ٱلۡخَٰلِقِينَ ١٢٥
তোমরা কি বা'আলকে ডাকবে এবং পরিত্যাগ করবে শ্রেষ্ঠ স্রষ্টা— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৭:১২৬] সূরা আস-সাফফাত, আয়াত নং ১২৬
Share on
ٱللَّهَ رَبَّكُمۡ وَرَبَّ ءَابَآئِكُمُ ٱلۡأَوَّلِينَ ١٢٦
আল্লাহকে, যিনি তোমাদের রব এবং তোমাদের প্রাক্তন পিতৃপুরুষদেরও রব।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৭:১২৭] সূরা আস-সাফফাত, আয়াত নং ১২৭
Share on
فَكَذَّبُوهُ فَإِنَّهُمۡ لَمُحۡضَرُونَ ١٢٧
কিন্তু তারা তার প্রতি মিথ্যারোপ করেছিল, কাজেই তাদেরকে অবশ্যই শাস্তির জন্য উপস্থিত করা হবে।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৭:১২৮] সূরা আস-সাফফাত, আয়াত নং ১২৮
Share on
إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ ١٢٨
তবে আল্লাহর একনিষ্ঠ বান্দাদের কথা স্বতন্ত্ৰ।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৭:১২৯] সূরা আস-সাফফাত, আয়াত নং ১২৯
Share on
وَتَرَكۡنَا عَلَيۡهِ فِي ٱلۡأٓخِرِينَ ١٢٩
আর আমরা তার জন্য পরবর্তীদের মধ্যে সুনাম-সুখ্যাতি রেখে দিয়েছি।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৭:১৩০] সূরা আস-সাফফাত, আয়াত নং ১৩০
Share on
سَلَٰمٌ عَلَىٰٓ إِلۡ يَاسِينَ ١٣٠
ইল্‌য়াসীনের(১) উপর শান্তি বৰ্ষিত হোক।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 13 of 19