bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [৩৭] আস-সাফফাত | As-Saffat | سورة الصافات

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ১৮২
[৩৭:১৪১] সূরা আস-সাফফাত, আয়াত নং ১৪১
Share on
فَسَاهَمَ فَكَانَ مِنَ ٱلۡمُدۡحَضِينَ ١٤١
অতঃপর তিনি লটারীতে যোগগান করে পরাভূতদের অন্তর্ভুক্ত হলেন(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৭:১৪২] সূরা আস-সাফফাত, আয়াত নং ১৪২
Share on
فَٱلۡتَقَمَهُ ٱلۡحُوتُ وَهُوَ مُلِيمٞ ١٤٢
অতঃপর এক বড় আকারের মাছ তাকে গিলে ফেলল, আর তখন সে নিজেকে ধিক্কার দিতে লাগল।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৭:১৪৩] সূরা আস-সাফফাত, আয়াত নং ১৪৩
Share on
فَلَوۡلَآ أَنَّهُۥ كَانَ مِنَ ٱلۡمُسَبِّحِينَ ١٤٣
অতঃপর তিনি যদি আল্লাহর পবিত্ৰতা ও মহিমা ঘোষণাকারীদের অন্তর্ভুক্ত না হতেন(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৭:১৪৪] সূরা আস-সাফফাত, আয়াত নং ১৪৪
Share on
لَلَبِثَ فِي بَطۡنِهِۦٓ إِلَىٰ يَوۡمِ يُبۡعَثُونَ ١٤٤
তাহলে তাকে উত্থানের দিন পর্যন্ত থাকতে হত তার পেটে।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৭:১৪৫] সূরা আস-সাফফাত, আয়াত নং ১৪৫
Share on
۞فَنَبَذۡنَٰهُ بِٱلۡعَرَآءِ وَهُوَ سَقِيمٞ ١٤٥
অতঃপর ইউনুসকে আমরা নিক্ষেপ করলাম এক তৃণহীন প্রান্তরে(১) এবং তিনি ছিলেন অসুস্থ।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৭:১৪৬] সূরা আস-সাফফাত, আয়াত নং ১৪৬
Share on
وَأَنۢبَتۡنَا عَلَيۡهِ شَجَرَةٗ مِّن يَقۡطِينٖ ١٤٦
আর আমরা তার উপর ইয়াকতীন(১) প্ৰজাতির এক গাছ উদ্‌গত করলাম— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৭:১৪৭] সূরা আস-সাফফাত, আয়াত নং ১৪৭
Share on
وَأَرۡسَلۡنَٰهُ إِلَىٰ مِاْئَةِ أَلۡفٍ أَوۡ يَزِيدُونَ ١٤٧
আর তাকে আমরা একলক্ষ বা তার চেয়ে বেশী লোকের প্রতি পাঠিয়েছিলাম।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৭:১৪৮] সূরা আস-সাফফাত, আয়াত নং ১৪৮
Share on
فَ‍َٔامَنُواْ فَمَتَّعۡنَٰهُمۡ إِلَىٰ حِينٖ ١٤٨
অতঃপর তারা ঈমান এনেছিল; ফলে আমরা তাদেরকে কিছু কালের জন্য জীবনোপভোগ করতে দিলাম।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৭:১৪৯] সূরা আস-সাফফাত, আয়াত নং ১৪৯
Share on
فَٱسۡتَفۡتِهِمۡ أَلِرَبِّكَ ٱلۡبَنَاتُ وَلَهُمُ ٱلۡبَنُونَ ١٤٩
এখন তাদেরকে জিজ্ঞেস করুন, 'আপনার রবের জন্যই কি রয়েছে কন্যা সন্তান(১) এবং তাদের জন্য পুত্র সন্তান— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৭:১৫০] সূরা আস-সাফফাত, আয়াত নং ১৫০
Share on
أَمۡ خَلَقۡنَا ٱلۡمَلَٰٓئِكَةَ إِنَٰثٗا وَهُمۡ شَٰهِدُونَ ١٥٠
অথবা আমরা কি ফেরেশতাদেরকে নারীরূপে সৃষ্টি করেছিলাম আর তারা দেখেছিল(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 15 of 19