bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [২৬] আশ-শু‘আরা | Ash-Shuara | سورة الشعراء

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ২২৭
[২৬:১৫১] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ১৫১
Share on
وَلَا تُطِيعُوٓاْ أَمۡرَ ٱلۡمُسۡرِفِينَ ١٥١
আর তোমরা সীমালংঘনকারীদের নির্দেশের আনুগত্য করো না— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:১৫২] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ১৫২
Share on
ٱلَّذِينَ يُفۡسِدُونَ فِي ٱلۡأَرۡضِ وَلَا يُصۡلِحُونَ ١٥٢
‘যারা যমীনে বিপর্যয় সৃষ্টি করে এবং সংশোধন করে না।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:১৫৩] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ১৫৩
Share on
قَالُوٓاْ إِنَّمَآ أَنتَ مِنَ ٱلۡمُسَحَّرِينَ ١٥٣
তারা বলল, ‘তুমি তো জাদুগ্ৰস্তাদের অন্যতম।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:১৫৪] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ১৫৪
Share on
مَآ أَنتَ إِلَّا بَشَرٞ مِّثۡلُنَا فَأۡتِ بِ‍َٔايَةٍ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ ١٥٤
‘তুমি তো আমাদের মতই একজন মানুষ, কাজেই তুমি যদি সত্যবাদী হও তবে একটি নিদর্শন উপস্থিত কর।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:১৫৫] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ১৫৫
Share on
قَالَ هَٰذِهِۦ نَاقَةٞ لَّهَا شِرۡبٞ وَلَكُمۡ شِرۡبُ يَوۡمٖ مَّعۡلُومٖ ١٥٥
সালিহ বললেন, ‘এটা একটা উষ্ট্ৰী, এর জন্য আছে পানি পানের পালা এবং তোমাদের জন্য আছে নির্ধারিত দিনে পানি পানের পালা— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:১৫৬] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ১৫৬
Share on
وَلَا تَمَسُّوهَا بِسُوٓءٖ فَيَأۡخُذَكُمۡ عَذَابُ يَوۡمٍ عَظِيمٖ ١٥٦
‘আর তোমরা এর কোনো অনিষ্ট সাধন করো না; করলে মহাদিনের শাস্তি তোমাদের উপর আপতিত হবে।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:১৫৭] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ১৫৭
Share on
فَعَقَرُوهَا فَأَصۡبَحُواْ نَٰدِمِينَ ١٥٧
অতঃপর তারা সেটাকে হত্যা করল, পরিণামে তারা অনুতপ্ত হল।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:১৫৮] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ১৫৮
Share on
فَأَخَذَهُمُ ٱلۡعَذَابُۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ ١٥٨
অতঃপর শাস্তি তাদেরকে গ্ৰাস করল। এতে অবশ্যই রয়েছে নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয়।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:১৫৯] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ১৫৯
Share on
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ ١٥٩
আর আপনার রব, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:১৬০] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ১৬০
Share on
كَذَّبَتۡ قَوۡمُ لُوطٍ ٱلۡمُرۡسَلِينَ ١٦٠
লূতের সম্প্রদায় রাসূলগণের প্রতি মিথ্যারোপ করেছিল— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 16 of 23