তারা আল্লাহ্ ও জিন জাতির মধ্যে আত্মীয়তার সম্পর্ক স্থির করেছে(১), অথচ জিনেরা জানে, নিশ্চয় তাদেরকে উপস্থিত করা হবে (শাস্তির জন্য)।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৭:১৫৯] সূরা আস-সাফফাত, আয়াত নং ১৫৯
Share on
سُبۡحَٰنَ ٱللَّهِ عَمَّا يَصِفُونَ ١٥٩
তারা (মুশরিকরা) যা আরোপ করে তা থেকে আল্লাহ্ পবিত্ৰ, মহান— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৭:১৬০] সূরা আস-সাফফাত, আয়াত নং ১৬০
Share on
إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ ١٦٠
তবে আল্লাহর একনিষ্ঠ বান্দাগণ ছাড়া— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া