bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [২৬] আশ-শু‘আরা | Ash-Shuara | سورة الشعراء

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ২২৭
[২৬:১৬১] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ১৬১
Share on
إِذۡ قَالَ لَهُمۡ أَخُوهُمۡ لُوطٌ أَلَا تَتَّقُونَ ١٦١
যখন তাদের ভাই লূত তাদেরকে বললেন, ‘তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:১৬২] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ১৬২
Share on
إِنِّي لَكُمۡ رَسُولٌ أَمِينٞ ١٦٢
‘আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:১৬৩] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ১৬৩
Share on
فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ ١٦٣
‘কাজেই তোমরা আল্লাহ্‌র তাকওয়া অবলম্বন কর এবং আমার আনুগত্য কর।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:১৬৪] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ১৬৪
Share on
وَمَآ أَسۡ‍َٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٍۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ١٦٤
‘আর আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান তো সৃষ্টিকুলের রবের কাছেই আছে।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:১৬৫] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ১৬৫
Share on
أَتَأۡتُونَ ٱلذُّكۡرَانَ مِنَ ٱلۡعَٰلَمِينَ ١٦٥
‘সৃষ্টিকুলের মধ্যে তো তোমরাই কি পুরুষের সাথে উপগত হও— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:১৬৬] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ১৬৬
Share on
وَتَذَرُونَ مَا خَلَقَ لَكُمۡ رَبُّكُم مِّنۡ أَزۡوَٰجِكُمۚ بَلۡ أَنتُمۡ قَوۡمٌ عَادُونَ ١٦٦
‘আর তোমাদের রব তোমাদের জন্য যে স্ত্রীগণকে সৃষ্টি করেছেন তাদেরকে তোমরা বর্জন করে থাক। বরং তোমরা তো এক সীমালংঘনকারী সম্প্রদায়।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:১৬৭] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ১৬৭
Share on
قَالُواْ لَئِن لَّمۡ تَنتَهِ يَٰلُوطُ لَتَكُونَنَّ مِنَ ٱلۡمُخۡرَجِينَ ١٦٧
তারা বলল, ‘হে লূত! তুমি যদি নিবৃত্ত না হও, তবে অবশ্যই তুমি নির্বাসিত হবে।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:১৬৮] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ১৬৮
Share on
قَالَ إِنِّي لِعَمَلِكُم مِّنَ ٱلۡقَالِينَ ١٦٨
লূত বললেন, ‘আমি অবশ্যই তোমাদের এ কাজের ঘৃণাকারী।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:১৬৯] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ১৬৯
Share on
رَبِّ نَجِّنِي وَأَهۡلِي مِمَّا يَعۡمَلُونَ ١٦٩
‘হে আমার রব! আমাকে এবং আমার পরিবার-পরিজনকে, তারা যা করে তা থেকে রক্ষা করুন।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:১৭০] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ১৭০
Share on
فَنَجَّيۡنَٰهُ وَأَهۡلَهُۥٓ أَجۡمَعِينَ ١٧٠
তারপর আমরা তাকে এবং তার পরিবার-পরিজনকে সকলকে রক্ষা করলাম।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 17 of 23