bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [২৬] আশ-শু‘আরা | Ash-Shuara | سورة الشعراء

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ২২৭
[২৬:১৮১] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ১৮১
Share on
۞أَوۡفُواْ ٱلۡكَيۡلَ وَلَا تَكُونُواْ مِنَ ٱلۡمُخۡسِرِينَ ١٨١
‘মাপে পূর্ণ মাত্রায় দেবে; আর যারা মাপে কম দেয় তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ো না— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:১৮২] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ১৮২
Share on
وَزِنُواْ بِٱلۡقِسۡطَاسِ ٱلۡمُسۡتَقِيمِ ١٨٢
‘এবং ওজন করবে সঠিক দাঁড়িপাল্লায়।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:১৮৩] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ১৮৩
Share on
وَلَا تَبۡخَسُواْ ٱلنَّاسَ أَشۡيَآءَهُمۡ وَلَا تَعۡثَوۡاْ فِي ٱلۡأَرۡضِ مُفۡسِدِينَ ١٨٣
‘আর লোকদেরকে তাদের প্রাপ্য বস্তু কম দিও না এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে বেড়িও না।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:১৮৪] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ১৮৪
Share on
وَٱتَّقُواْ ٱلَّذِي خَلَقَكُمۡ وَٱلۡجِبِلَّةَ ٱلۡأَوَّلِينَ ١٨٤
আর তাঁর তাকওয়া অবলম্বন কর যিনি তোমাদেরকে ও তোমাদের আগে যারা গত হয়েছে তাদেরকে সৃষ্টি করেছেন।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:১৮৫] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ১৮৫
Share on
قَالُوٓاْ إِنَّمَآ أَنتَ مِنَ ٱلۡمُسَحَّرِينَ ١٨٥
তারা বলল, ‘তুমি তো জাদুগ্ৰস্তাদের অন্তর্ভুক্ত— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:১৮৬] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ১৮৬
Share on
وَمَآ أَنتَ إِلَّا بَشَرٞ مِّثۡلُنَا وَإِن نَّظُنُّكَ لَمِنَ ٱلۡكَٰذِبِينَ ١٨٦
‘আর তুমি তো আমাদের মতই একজন মানুষ, আমরা তো তোমাকে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত মনে করি।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:১৮৭] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ১৮৭
Share on
فَأَسۡقِطۡ عَلَيۡنَا كِسَفٗا مِّنَ ٱلسَّمَآءِ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ ١٨٧
‘সুতরাং তুমি যদি সত্যবাদী হও তবে আকাশের এক খণ্ড আমাদের উপর ফেলে দাও।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:১৮৮] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ১৮৮
Share on
قَالَ رَبِّيٓ أَعۡلَمُ بِمَا تَعۡمَلُونَ ١٨٨
তিনি বললেন, ‘আমার রব ভাল করে জানেন তোমরা যা কর।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:১৮৯] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ১৮৯
Share on
فَكَذَّبُوهُ فَأَخَذَهُمۡ عَذَابُ يَوۡمِ ٱلظُّلَّةِۚ إِنَّهُۥ كَانَ عَذَابَ يَوۡمٍ عَظِيمٍ ١٨٩
সুতরাং তারা তার প্রতি মিথ্যারোপ করল, ফলে তাদেরকে মেঘাচ্ছন্ন দিনের শাস্তি গ্রাস করল(১)। এ তো ছিল এক ভীষণ দিনের শাস্তি— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:১৯০] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ১৯০
Share on
إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ ١٩٠
এতে তো অবশ্যই রয়েছে নিদর্শন(১), আর তাদের অধিকাংশই মুমিন নয়।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 19 of 23