bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [১৫] আল-হিজর | Al-Hizr | سورة الحجر

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ৯৯
[১৫:১১] সূরা আল-হিজর, আয়াত নং ১১
Share on
وَمَا يَأۡتِيهِم مِّن رَّسُولٍ إِلَّا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ ١١
আর তাদের কাছে এমন কোন রাসূল আসেনি যাকে তারা ঠাট্টা-বিদ্রূপ করত না।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:১২] সূরা আল-হিজর, আয়াত নং ১২
Share on
كَذَٰلِكَ نَسۡلُكُهُۥ فِي قُلُوبِ ٱلۡمُجۡرِمِينَ ١٢
এভাবেই আমরা অপরাধীদের অন্তরে তা সঞ্চার করি(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:১৩] সূরা আল-হিজর, আয়াত নং ১৩
Share on
لَا يُؤۡمِنُونَ بِهِۦ وَقَدۡ خَلَتۡ سُنَّةُ ٱلۡأَوَّلِينَ ١٣
এরা কুরআনের প্রতি ঈমান আনবে না, আর অবশ্যই গত হয়েছে পূর্ববর্তীদের রীতি(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:১৪] সূরা আল-হিজর, আয়াত নং ১৪
Share on
وَلَوۡ فَتَحۡنَا عَلَيۡهِم بَابٗا مِّنَ ٱلسَّمَآءِ فَظَلُّواْ فِيهِ يَعۡرُجُونَ ١٤
আর যদি আমরা তাদের জন্য আকাশের দরজা খুলে দেই অতঃপর তারা তাতে আরোহন করতে থাকে— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:১৫] সূরা আল-হিজর, আয়াত নং ১৫
Share on
لَقَالُوٓاْ إِنَّمَا سُكِّرَتۡ أَبۡصَٰرُنَا بَلۡ نَحۡنُ قَوۡمٞ مَّسۡحُورُونَ ١٥
তবুও তারা বলবে, আমাদের দৃষ্টি সম্মোহিত করা হয়েছে; না, বরং আমরা এক জাদুগ্রস্ত সম্প্রদায়।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:১৬] সূরা আল-হিজর, আয়াত নং ১৬
Share on
وَلَقَدۡ جَعَلۡنَا فِي ٱلسَّمَآءِ بُرُوجٗا وَزَيَّنَّٰهَا لِلنَّٰظِرِينَ ١٦
আর অবশ্যই আমরা আকাশের বুরুজসমূহ সৃষ্টি করেছি(১) এবং দর্শকদের জন্য সেগুলোকে সুশোভিত করেছি(২)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:১৭] সূরা আল-হিজর, আয়াত নং ১৭
Share on
وَحَفِظۡنَٰهَا مِن كُلِّ شَيۡطَٰنٖ رَّجِيمٍ ١٧
এবং প্রত্যেক অভিশপ্ত শয়তান হতে আমরা সেগুলোকে সুরক্ষিত করেছি— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:১৮] সূরা আল-হিজর, আয়াত নং ১৮
Share on
إِلَّا مَنِ ٱسۡتَرَقَ ٱلسَّمۡعَ فَأَتۡبَعَهُۥ شِهَابٞ مُّبِينٞ ١٨
কিন্তু কেউ চুরি করে(১) শুনতে চাইলে(২) প্রদীপ্ত শিখা(৩) তার পশ্চাদ্ধাবন করে।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:১৯] সূরা আল-হিজর, আয়াত নং ১৯
Share on
وَٱلۡأَرۡضَ مَدَدۡنَٰهَا وَأَلۡقَيۡنَا فِيهَا رَوَٰسِيَ وَأَنۢبَتۡنَا فِيهَا مِن كُلِّ شَيۡءٖ مَّوۡزُونٖ ١٩
আর যমীন, এটাকে আমরা বিস্তৃত করেছি, তাতে পর্বতমালা স্থাপন করেছি; এবং আমরা তাতে প্রত্যেক বস্তু উদগত করেছি সুপরিমিতভাবে(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:২০] সূরা আল-হিজর, আয়াত নং ২০
Share on
وَجَعَلۡنَا لَكُمۡ فِيهَا مَعَٰيِشَ وَمَن لَّسۡتُمۡ لَهُۥ بِرَٰزِقِينَ ٢٠
আর আমরা তাতে জীবিকার ব্যবস্থা করেছি তোমাদের জন্য এবং তোমরা যাদের রিযিকদাতা নও তাদের জন্যও(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 2 of 10