‘কাজেই যে ব্যক্তি কিয়ামতে ঈমান রাখে না এবং নিজ প্রবৃত্তি অনুসরণ করে, সে যেন আপনাকে তার উপর ঈমান আনা থেকে ফিরিয়ে না রাখে, নতুবা আপনি ধ্বংস হয়ে যাবেন(১)।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২০:১৭] সূরা ত্বা-হা, আয়াত নং ১৭
Share on
وَمَا تِلۡكَ بِيَمِينِكَ يَٰمُوسَىٰ ١٧
আর হে মুসা! আপনার ডান হাতে সেটা কি(১)?’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
মূসা বললেন, ‘এটা আমার লাঠি; আমি এতে ভর দেই এবং এর দ্বারা আঘাত করে আমি আমার মেষপালের জন্য গাছের পাতা ফেলে থাকি আর এটা আমার অন্যান্য কাজেও লাগে(১)।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২০:১৯] সূরা ত্বা-হা, আয়াত নং ১৯
Share on
قَالَ أَلۡقِهَا يَٰمُوسَىٰ ١٩
আল্লাহ্ বলেন, ‘হে মুসা! আপনি তা নিক্ষেপ করুন।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২০:২০] সূরা ত্বা-হা, আয়াত নং ২০
Share on
فَأَلۡقَىٰهَا فَإِذَا هِيَ حَيَّةٞ تَسۡعَىٰ ٢٠
তারপর তিনি তা নিক্ষেপ করলেন, সংগে সংগে সেটা সাপ(১) হয়ে ছুটতে লাগল— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া