bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [৫০] ক্বাফ | Qaf | سورة ق

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ৪৫
[৫০:১১] সূরা ক্বাফ, আয়াত নং ১১
Share on
رِّزۡقٗا لِّلۡعِبَادِۖ وَأَحۡيَيۡنَا بِهِۦ بَلۡدَةٗ مَّيۡتٗاۚ كَذَٰلِكَ ٱلۡخُرُوجُ ١١
বান্দাদের রিযিকস্বরূপ। আর আমরা বৃষ্টি দিয়ে সঞ্জীবিত করি মৃত শহরকে; এভাবেই উত্থান ঘটবে(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫০:১২] সূরা ক্বাফ, আয়াত নং ১২
Share on
كَذَّبَتۡ قَبۡلَهُمۡ قَوۡمُ نُوحٖ وَأَصۡحَٰبُ ٱلرَّسِّ وَثَمُودُ ١٢
তাদের আগেও মিথ্যারোপ করেছিল নূহের সম্প্রদায়, রাস্ এর অধিবাসী(১) ও সামূদ সম্প্রদায়— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫০:১৩] সূরা ক্বাফ, আয়াত নং ১৩
Share on
وَعَادٞ وَفِرۡعَوۡنُ وَإِخۡوَٰنُ لُوطٖ ١٣
আর আদ, ফির’আউন ও লুত সম্পপ্ৰদায়।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫০:১৪] সূরা ক্বাফ, আয়াত নং ১৪
Share on
وَأَصۡحَٰبُ ٱلۡأَيۡكَةِ وَقَوۡمُ تُبَّعٖۚ كُلّٞ كَذَّبَ ٱلرُّسُلَ فَحَقَّ وَعِيدِ ١٤
আর আইকার অধিবাসী(১) ও তুব্বা’ সম্প্রদায়(২); তারা সকলেই রাসূলগণের প্রতি মিথ্যারোপ করেছিল(৩), ফলে তাদের উপর আমার শাস্তি যথার্থভাবে আপতিত হয়েছে।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫০:১৫] সূরা ক্বাফ, আয়াত নং ১৫
Share on
أَفَعَيِينَا بِٱلۡخَلۡقِ ٱلۡأَوَّلِۚ بَلۡ هُمۡ فِي لَبۡسٖ مِّنۡ خَلۡقٖ جَدِيدٖ ١٥
আমরা কি প্রথমবার সৃষ্টি করেই ক্লান্ত হয়ে পড়েছি! বরং নতুন সৃষ্টির বিষয়ে তারা সন্দেহে পতিত(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫০:১৬] সূরা ক্বাফ, আয়াত নং ১৬
Share on
وَلَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ وَنَعۡلَمُ مَا تُوَسۡوِسُ بِهِۦ نَفۡسُهُۥۖ وَنَحۡنُ أَقۡرَبُ إِلَيۡهِ مِنۡ حَبۡلِ ٱلۡوَرِيدِ ١٦
আর অবশ্যই আমরা মানুষকে সৃষ্টি করেছি এবং তার প্রবৃত্তি তাকে যে কুমন্ত্রণা দেয় তাও আমরা জানি। আর আমরা তার গ্ৰীবাস্থিত ধমনীর চেয়েও নিকটতর(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫০:১৭] সূরা ক্বাফ, আয়াত নং ১৭
Share on
إِذۡ يَتَلَقَّى ٱلۡمُتَلَقِّيَانِ عَنِ ٱلۡيَمِينِ وَعَنِ ٱلشِّمَالِ قَعِيدٞ ١٧
যখন তার ডানে ও বামে বসা দু’জন ফেরেশতা পরস্পর (তার আমল লিখার জন্য) গ্ৰহণ করে(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫০:১৮] সূরা ক্বাফ, আয়াত নং ১৮
Share on
مَّا يَلۡفِظُ مِن قَوۡلٍ إِلَّا لَدَيۡهِ رَقِيبٌ عَتِيدٞ ١٨
সে যে কথাই উচ্চারণ করে তার কাছে সদা উপস্থিত সংরক্ষণকারী রয়েছে।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫০:১৯] সূরা ক্বাফ, আয়াত নং ১৯
Share on
وَجَآءَتۡ سَكۡرَةُ ٱلۡمَوۡتِ بِٱلۡحَقِّۖ ذَٰلِكَ مَا كُنتَ مِنۡهُ تَحِيدُ ١٩
আর মৃত্যুযন্ত্রণা নিয়ে এসেছে (সে) সত্যই(১); এটা (তা-ই) যা থেকে তুমি পালাতে চাচ্ছিলে।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫০:২০] সূরা ক্বাফ, আয়াত নং ২০
Share on
وَنُفِخَ فِي ٱلصُّورِۚ ذَٰلِكَ يَوۡمُ ٱلۡوَعِيدِ ٢٠
আর শিংগায় ফুঁক দেয়া হবে, ওটাই প্ৰতিশ্রুত দিন।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 2 of 5