তোমরা এতে দগ্ধ হও, অতঃপর তোমরা ধৈর্য ধারণ কর অথবা ধৈর্য ধারণ না কর, উভয়ই তোমাদের জন্য সমান। তোমরা যা করতে তারই প্রতিফল তোমাদেরকে দেয়া হচ্ছে।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫২:১৭] সূরা আত-তূর, আয়াত নং ১৭
Share on
إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي جَنَّٰتٖ وَنَعِيمٖ ١٧
নিশ্চয় মুত্তাকীরা থাকবে জান্নাতে ও আরাম-আয়েশে— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া