bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [৫৬] আল-ওয়াকিয়াহ | Al-Waqiah | سورة الواقعة

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ৯৬
[৫৬:১১] সূরা আল-ওয়াকিয়াহ, আয়াত নং ১১
Share on
أُوْلَٰٓئِكَ ٱلۡمُقَرَّبُونَ ١١
তারাই নৈকট্যপ্ৰাপ্ত— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৬:১২] সূরা আল-ওয়াকিয়াহ, আয়াত নং ১২
Share on
فِي جَنَّٰتِ ٱلنَّعِيمِ ١٢
নি'আমতপূর্ণ উদ্যানে— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৬:১৩] সূরা আল-ওয়াকিয়াহ, আয়াত নং ১৩
Share on
ثُلَّةٞ مِّنَ ٱلۡأَوَّلِينَ ١٣
বহু সংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্য থেকে— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৬:১৪] সূরা আল-ওয়াকিয়াহ, আয়াত নং ১৪
Share on
وَقَلِيلٞ مِّنَ ٱلۡأٓخِرِينَ ١٤
এবং অল্প সংখ্যক হবে পরবর্তীদের মধ্য থেকে(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৬:১৫] সূরা আল-ওয়াকিয়াহ, আয়াত নং ১৫
Share on
عَلَىٰ سُرُرٖ مَّوۡضُونَةٖ ١٥
স্বৰ্ণ ও দামী পাথর খচিত আসনে— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৬:১৬] সূরা আল-ওয়াকিয়াহ, আয়াত নং ১৬
Share on
مُّتَّكِ‍ِٔينَ عَلَيۡهَا مُتَقَٰبِلِينَ ١٦
তারা হেলান দিয়ে বসবে, পরস্পর মুখোমুখি হয়ে(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৬:১৭] সূরা আল-ওয়াকিয়াহ, আয়াত নং ১৭
Share on
يَطُوفُ عَلَيۡهِمۡ وِلۡدَٰنٞ مُّخَلَّدُونَ ١٧
তাদের আশেপাশে ঘুরাফিরা করবে চির - কিশোরেরা(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৬:১৮] সূরা আল-ওয়াকিয়াহ, আয়াত নং ১৮
Share on
بِأَكۡوَابٖ وَأَبَارِيقَ وَكَأۡسٖ مِّن مَّعِينٖ ١٨
পানপাত্র, জগ ও প্রস্রবণ নিঃসৃত সুরাপূর্ণ পেয়ালা নিয়ে(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৬:১৯] সূরা আল-ওয়াকিয়াহ, আয়াত নং ১৯
Share on
لَّا يُصَدَّعُونَ عَنۡهَا وَلَا يُنزِفُونَ ١٩
সে সুরা পানে তাদের শিরঃপীড়া হবে না, তারা জ্ঞানহারাও হবে না---(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৬:২০] সূরা আল-ওয়াকিয়াহ, আয়াত নং ২০
Share on
وَفَٰكِهَةٖ مِّمَّا يَتَخَيَّرُونَ ٢٠
আর (ঘোরাফেরা করবে) তাদের পছন্দমত ফলমূল নিয়ে(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 2 of 10