bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [৭০] আল-মা‘আরিজ | Al-Ma'ariz | سورة المعارج

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ৪৪
[৭০:১১] সূরা আল-মা‘আরিজ, আয়াত নং ১১
Share on
يُبَصَّرُونَهُمۡۚ يَوَدُّ ٱلۡمُجۡرِمُ لَوۡ يَفۡتَدِي مِنۡ عَذَابِ يَوۡمِئِذِۢ بِبَنِيهِ ١١
তাদেরকে করা হবে একে অপরের দৃষ্টিগোচর। অপরাধী সেদিনের শাস্তির বদলে দিতে চাইবে তার সন্তান-সন্ততিকে— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭০:১২] সূরা আল-মা‘আরিজ, আয়াত নং ১২
Share on
وَصَٰحِبَتِهِۦ وَأَخِيهِ ١٢
আর তার স্ত্রী ও ভাইকে— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭০:১৩] সূরা আল-মা‘আরিজ, আয়াত নং ১৩
Share on
وَفَصِيلَتِهِ ٱلَّتِي تُ‍ٔۡوِيهِ ١٣
আর তার জ্ঞাতি-গোষ্ঠীকে, যারা তাকে আশ্রয় দিত— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭০:১৪] সূরা আল-মা‘আরিজ, আয়াত নং ১৪
Share on
وَمَن فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗا ثُمَّ يُنجِيهِ ١٤
আর যমীনে যারা আছে তাদের সবাইকে, তারপর যাতে এটি তাকে মুক্তি দেয়।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭০:১৫] সূরা আল-মা‘আরিজ, আয়াত নং ১৫
Share on
كَلَّآۖ إِنَّهَا لَظَىٰ ١٥
কখনই নয়, নিশ্চয় এটা লেলিহান আগুন— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭০:১৬] সূরা আল-মা‘আরিজ, আয়াত নং ১৬
Share on
نَزَّاعَةٗ لِّلشَّوَىٰ ١٦
যা মাথার চামড়া খসিয়ে দেবে(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭০:১৭] সূরা আল-মা‘আরিজ, আয়াত নং ১৭
Share on
تَدۡعُواْ مَنۡ أَدۡبَرَ وَتَوَلَّىٰ ١٧
জাহান্নাম সে ব্যক্তিকে ডাকবে, যে সত্যের প্রতি পিঠ দেখিয়েছিল এবং মুখ ফিরিয়ে নিয়েছিল।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭০:১৮] সূরা আল-মা‘আরিজ, আয়াত নং ১৮
Share on
وَجَمَعَ فَأَوۡعَىٰٓ ١٨
আর যে সম্পদ পুঞ্জীভূত করেছিল অতঃপর সংরক্ষিত করে রেখেছিল(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭০:১৯] সূরা আল-মা‘আরিজ, আয়াত নং ১৯
Share on
۞إِنَّ ٱلۡإِنسَٰنَ خُلِقَ هَلُوعًا ١٩
নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অতিশয় অস্থিরচিত্তরূপে(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭০:২০] সূরা আল-মা‘আরিজ, আয়াত নং ২০
Share on
إِذَا مَسَّهُ ٱلشَّرُّ جَزُوعٗا ٢٠
যখন বিপদ তাকে স্পর্শ করে সে হয় হা-হুতাশকারী।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 2 of 5