bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [৭৪] আল-মুদ্দাসসির | Al-Muddassir | سورة المدثر

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ৫৬
[৭৪:১১] সূরা আল-মুদ্দাসসির, আয়াত নং ১১
Share on
ذَرۡنِي وَمَنۡ خَلَقۡتُ وَحِيدٗا ١١
ছেড়ে দিন আমাকে ও যাকে আমি সৃষ্টি করেছি একাকী(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭৪:১২] সূরা আল-মুদ্দাসসির, আয়াত নং ১২
Share on
وَجَعَلۡتُ لَهُۥ مَالٗا مَّمۡدُودٗا ١٢
আর আমি তাকে দিয়েছি বিপুল ধন- সম্পদ(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭৪:১৩] সূরা আল-মুদ্দাসসির, আয়াত নং ১৩
Share on
وَبَنِينَ شُهُودٗا ١٣
এবং নিত্যসঙ্গী পুত্ৰগণ(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭৪:১৪] সূরা আল-মুদ্দাসসির, আয়াত নং ১৪
Share on
وَمَهَّدتُّ لَهُۥ تَمۡهِيدٗا ١٤
আর তাকে দিয়েছি স্বাচ্ছন্দ জীবনের প্রচুর উপকরণ— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭৪:১৫] সূরা আল-মুদ্দাসসির, আয়াত নং ১৫
Share on
ثُمَّ يَطۡمَعُ أَنۡ أَزِيدَ ١٥
এর পরও সে কামনা করে যে, আমি তাকে আরও বেশী দেই(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭৪:১৬] সূরা আল-মুদ্দাসসির, আয়াত নং ১৬
Share on
كَلَّآۖ إِنَّهُۥ كَانَ لِأٓيَٰتِنَا عَنِيدٗا ١٦
কখনো নয়, সে তো আমাদের নিদর্শনসমূহের বিরুদ্ধাচারী।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭৪:১৭] সূরা আল-মুদ্দাসসির, আয়াত নং ১৭
Share on
سَأُرۡهِقُهُۥ صَعُودًا ١٧
অচিরেই আমি তাকে চড়ার(১) শাস্তি দিয়ে কষ্ট-ক্লান্ত করব।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭৪:১৮] সূরা আল-মুদ্দাসসির, আয়াত নং ১৮
Share on
إِنَّهُۥ فَكَّرَ وَقَدَّرَ ١٨
সে তো চিন্তা করল এবং সিদ্ধান্ত গ্রহণ করল।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭৪:১৯] সূরা আল-মুদ্দাসসির, আয়াত নং ১৯
Share on
فَقُتِلَ كَيۡفَ قَدَّرَ ١٩
সুতরাং ধ্বংস হোক সে! কেমন করে সে এ সিদ্ধান্ত গ্ৰহণ করল— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭৪:২০] সূরা আল-মুদ্দাসসির, আয়াত নং ২০
Share on
ثُمَّ قُتِلَ كَيۡفَ قَدَّرَ ٢٠
তারপরও ধ্বংস হোক সে! কেমন করে সে এ সিদ্ধান্তে উপনীত হল— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 2 of 6