bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [৭৬] আল-ইনসান (আদ-দাহর) | Al-Insan (Ad-Dahr) | سورة الإنسان (الدحر)

নাযিলের স্থান: মদীনা আয়াত সংখ্যা: ৩১
[৭৬:১১] সূরা আল-ইনসান, আয়াত নং ১১
Share on
فَوَقَىٰهُمُ ٱللَّهُ شَرَّ ذَٰلِكَ ٱلۡيَوۡمِ وَلَقَّىٰهُمۡ نَضۡرَةٗ وَسُرُورٗا ١١
পরিণামে আল্লাহ্ তাদেরকে রক্ষা করবেন সে দিনের অনিষ্ট হতে এবং তাদেরকে প্ৰদান করবেন হাস্যোজ্জ্বলতা ও উৎফুল্লতা(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭৬:১২] সূরা আল-ইনসান, আয়াত নং ১২
Share on
وَجَزَىٰهُم بِمَا صَبَرُواْ جَنَّةٗ وَحَرِيرٗا ١٢
আর তাদের সবরের(১) পুরস্কারস্বরূপ তিনি তাদেরকে প্রদান করবেন উদ্যান ও রেশমী বস্ত্ৰ।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭৬:১৩] সূরা আল-ইনসান, আয়াত নং ১৩
Share on
مُّتَّكِ‍ِٔينَ فِيهَا عَلَى ٱلۡأَرَآئِكِۖ لَا يَرَوۡنَ فِيهَا شَمۡسٗا وَلَا زَمۡهَرِيرٗا ١٣
সেখানে তারা হেলান দিয়ে আসীন থাকবে সুসজ্জিত আসনে, তারা সেখানে খুব গরম অথবা খুব শীত দেখবে না(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭৬:১৪] সূরা আল-ইনসান, আয়াত নং ১৪
Share on
وَدَانِيَةً عَلَيۡهِمۡ ظِلَٰلُهَا وَذُلِّلَتۡ قُطُوفُهَا تَذۡلِيلٗا ١٤
আর তাদের উপর সন্নিহিত থাকবে গাছের ছায়া এবং তার ফলমূলের থোকাসমূহ সম্পূর্ণরূপে তাদের আয়ত্তাধীন করা হবে।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭৬:১৫] সূরা আল-ইনসান, আয়াত নং ১৫
Share on
وَيُطَافُ عَلَيۡهِم بِ‍َٔانِيَةٖ مِّن فِضَّةٖ وَأَكۡوَابٖ كَانَتۡ قَوَارِيرَا۠ ١٥
আর তাদের উপর ঘুরে ঘুরে পরিবেশন করা হবে রৌপ্যপাত্ৰে(১) এবং স্ফটিক-সচ্ছ পানপাত্রে— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭৬:১৬] সূরা আল-ইনসান, আয়াত নং ১৬
Share on
قَوَارِيرَاْ مِن فِضَّةٖ قَدَّرُوهَا تَقۡدِيرٗا ١٦
রূপার স্ফটিক পাত্ৰে(১), তারা তা পরিমাণ করবে সম্পূর্ণ-পরিমিতভাবে(২)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭৬:১৭] সূরা আল-ইনসান, আয়াত নং ১৭
Share on
وَيُسۡقَوۡنَ فِيهَا كَأۡسٗا كَانَ مِزَاجُهَا زَنجَبِيلًا ١٧
আর সেখানে তাদেরকে পান করানো হবে যানজাবীল মিশ্ৰিত পূৰ্ণপাত্ৰ-পানীয়(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭৬:১৮] সূরা আল-ইনসান, আয়াত নং ১৮
Share on
عَيۡنٗا فِيهَا تُسَمَّىٰ سَلۡسَبِيلٗا ١٨
জান্নাতের এমন এক প্রস্রবণের, যার নাম হবে সালসাবীল(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭৬:১৯] সূরা আল-ইনসান, আয়াত নং ১৯
Share on
۞وَيَطُوفُ عَلَيۡهِمۡ وِلۡدَٰنٞ مُّخَلَّدُونَ إِذَا رَأَيۡتَهُمۡ حَسِبۡتَهُمۡ لُؤۡلُؤٗا مَّنثُورٗا ١٩
আর তাদের উপর প্রদক্ষিণ করবে চির কিশোরগণ, যখন আপনি তাদেরকে দেখবেন তখন মনে করবেন তারা যেন বিক্ষিপ্ত মুক্তা।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭৬:২০] সূরা আল-ইনসান, আয়াত নং ২০
Share on
وَإِذَا رَأَيۡتَ ثَمَّ رَأَيۡتَ نَعِيمٗا وَمُلۡكٗا كَبِيرًا ٢٠
আর আপনি যখন সেখানে দেখবেন, দেখতে পাবেন স্বাচ্ছন্দ্য এবং বিশাল রাজ্য।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 2 of 4