bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [২৬] আশ-শু‘আরা | Ash-Shuara | سورة الشعراء

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ২২৭
[২৬:১৯১] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ১৯১
Share on
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ ١٩١
আর আপনার রব, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:১৯২] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ১৯২
Share on
وَإِنَّهُۥ لَتَنزِيلُ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ١٩٢
আর নিশ্চয় এটা (আল-কুরআন) সৃষ্টিকুলের রব হতে নাযিলকৃত।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:১৯৩] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ১৯৩
Share on
نَزَلَ بِهِ ٱلرُّوحُ ٱلۡأَمِينُ ١٩٣
বিশ্বস্ত রূহ (জিবরাঈল) তা নিয়ে নাযিল হয়েছেন।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:১৯৪] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ১৯৪
Share on
عَلَىٰ قَلۡبِكَ لِتَكُونَ مِنَ ٱلۡمُنذِرِينَ ١٩٤
আপনার হৃদয়ে, যাতে আপনি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হতে পারেন।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:১৯৫] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ১৯৫
Share on
بِلِسَانٍ عَرَبِيّٖ مُّبِينٖ ١٩٥
সুস্পষ্ট আরবী ভাষায়(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:১৯৬] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ১৯৬
Share on
وَإِنَّهُۥ لَفِي زُبُرِ ٱلۡأَوَّلِينَ ١٩٦
আর পূর্ববর্তী কিতাবসমূহে অবশ্যই এর উল্লেখ আছে।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:১৯৭] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ১৯৭
Share on
أَوَ لَمۡ يَكُن لَّهُمۡ ءَايَةً أَن يَعۡلَمَهُۥ عُلَمَٰٓؤُاْ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ١٩٧
বনী ইসরাইলের আলেমগণ এ সম্পর্কে জানে---এটা কি তাদের জন্য নিদর্শন নয়(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:১৯৮] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ১৯৮
Share on
وَلَوۡ نَزَّلۡنَٰهُ عَلَىٰ بَعۡضِ ٱلۡأَعۡجَمِينَ ١٩٨
আর আমরা যদি এটা কোনো অনারবের উপর নাযিল করতাম— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:১৯৯] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ১৯৯
Share on
فَقَرَأَهُۥ عَلَيۡهِم مَّا كَانُواْ بِهِۦ مُؤۡمِنِينَ ١٩٩
এবং এটা সে তাদের কাছে পাঠ করত, তবে তারা তাতে ঈমান আনত না— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:২০০] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ২০০
Share on
كَذَٰلِكَ سَلَكۡنَٰهُ فِي قُلُوبِ ٱلۡمُجۡرِمِينَ ٢٠٠
এভাবে আমরা সেটা অপরাধীদের অন্তরে সঞ্চার করেছি(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 20 of 23