bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [২৬] আশ-শু‘আরা | Ash-Shuara | سورة الشعراء

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ২২৭
[২৬:২১১] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ২১১
Share on
وَمَا يَنۢبَغِي لَهُمۡ وَمَا يَسۡتَطِيعُونَ ٢١١
আর তারা এ কাজের যোগ্যও নয় এবং তারা এর সামর্থ্যও রাখে না।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:২১২] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ২১২
Share on
إِنَّهُمۡ عَنِ ٱلسَّمۡعِ لَمَعۡزُولُونَ ٢١٢
তাদেরকে তো শোনার সুযোগ হতে দূরে রাখা হয়েছে।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:২১৩] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ২১৩
Share on
فَلَا تَدۡعُ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ فَتَكُونَ مِنَ ٱلۡمُعَذَّبِينَ ٢١٣
অতএব আপনি অন্য কোনো ইলাহকে আল্লাহ্‌র সাথে ডাকবেন না, ডাকলে আপনি শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবেন।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:২১৪] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ২১৪
Share on
وَأَنذِرۡ عَشِيرَتَكَ ٱلۡأَقۡرَبِينَ ٢١٤
আর আপনার নিকটস্থ জ্ঞাতি-গোষ্ঠীকে সতর্ক করুন।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:২১৫] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ২১৫
Share on
وَٱخۡفِضۡ جَنَاحَكَ لِمَنِ ٱتَّبَعَكَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ ٢١٥
এবং যারা আপনার অনুসরণ করে সেসব মুমিনদের প্রতি আপনার পক্ষপুট অবনত করে দিন।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:২১৬] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ২১৬
Share on
فَإِنۡ عَصَوۡكَ فَقُلۡ إِنِّي بَرِيٓءٞ مِّمَّا تَعۡمَلُونَ ٢١٦
অতঃপর তারা যদি আপনার অবাধ্য হয় তাহলে আপনি বলুন, ‘তোমরা যা কর নিশ্চয় আমি তা থেকে দায়মুক্ত।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:২১৭] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ২১৭
Share on
وَتَوَكَّلۡ عَلَى ٱلۡعَزِيزِ ٱلرَّحِيمِ ٢١٧
আর আপনি নির্ভর করুন পরাক্রমশালী, পরম দয়ালু আল্লাহ্‌র উপর— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:২১৮] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ২১৮
Share on
ٱلَّذِي يَرَىٰكَ حِينَ تَقُومُ ٢١٨
যিনি আপনাকে দেখেন যখন আপনি দাঁড়ান(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:২১৯] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ২১৯
Share on
وَتَقَلُّبَكَ فِي ٱلسَّٰجِدِينَ ٢١٩
এবং সাজদাকারীদের মাঝে আপনার উঠাবসা(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:২২০] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ২২০
Share on
إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ ٢٢٠
তিনি তো সর্বশ্রোতা, সর্বজ্ঞ।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 22 of 23