bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [২৬] আশ-শু‘আরা | Ash-Shuara | سورة الشعراء

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ২২৭
[২৬:২২১] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ২২১
Share on
هَلۡ أُنَبِّئُكُمۡ عَلَىٰ مَن تَنَزَّلُ ٱلشَّيَٰطِينُ ٢٢١
তোমাদেরকে কি আমি জানাব কার কাছে শয়তানরা নাযিল হয়— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:২২২] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ২২২
Share on
تَنَزَّلُ عَلَىٰ كُلِّ أَفَّاكٍ أَثِيمٖ ٢٢٢
তারা তো নাযিল হয় প্রত্যেকটি ঘোর মিথ্যাবাদী ও পাপীর কাছে।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:২২৩] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ২২৩
Share on
يُلۡقُونَ ٱلسَّمۡعَ وَأَكۡثَرُهُمۡ كَٰذِبُونَ ٢٢٣
তারা কান পেতে থাকে এবং তাদের অধিকাংশই মিথ্যাবাদী(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:২২৪] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ২২৪
Share on
وَٱلشُّعَرَآءُ يَتَّبِعُهُمُ ٱلۡغَاوُۥنَ ٢٢٤
আর কবিগণ, তাদের অনুসরণ তো বিভ্ৰান্তরাই করে।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:২২৫] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ২২৫
Share on
أَلَمۡ تَرَ أَنَّهُمۡ فِي كُلِّ وَادٖ يَهِيمُونَ ٢٢٥
আপনি কি দেখেন না যে, ওরা উদভ্ৰান্ত হয়ে প্রত্যেক উপত্যকায় ঘুরে বেড়ায়— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:২২৬] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ২২৬
Share on
وَأَنَّهُمۡ يَقُولُونَ مَا لَا يَفۡعَلُونَ ٢٢٦
এবং তারা তো বলে এমন কথা, যা তারা করে না।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:২২৭] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ২২৭
Share on
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ وَذَكَرُواْ ٱللَّهَ كَثِيرٗا وَٱنتَصَرُواْ مِنۢ بَعۡدِ مَا ظُلِمُواْۗ وَسَيَعۡلَمُ ٱلَّذِينَ ظَلَمُوٓاْ أَيَّ مُنقَلَبٖ يَنقَلِبُونَ ٢٢٧
কিন্তু তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎকাজ করেছে, আল্লাহ্‌কে বেশী পরিমাণ স্মরণ করেছে এবং অত্যাচারিত হওয়ার পর প্রতিশোধ গ্ৰহণ করেছে। আর যালিমরা শীঘ্রই ফিরে যাবে জানবে কোন ধরনের গন্তব্যস্থলে তারা ফিরে যাবে।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 23 of 23