يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ ٱعۡبُدُواْ رَبَّكُمُ ٱلَّذِي خَلَقَكُمۡ وَٱلَّذِينَ مِن قَبۡلِكُمۡ لَعَلَّكُمۡ تَتَّقُونَ ٢١
হে মানুষ(১) ! তোমরা তোমাদের সেই রবের(২) ‘ইবাদাত করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন(৩), যাতে তোমরা তাকওয়া অধিকারী হও(৪)।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া