bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [২৬] আশ-শু‘আরা | Ash-Shuara | سورة الشعراء

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ২২৭
[২৬:২১] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ২১
Share on
فَفَرَرۡتُ مِنكُمۡ لَمَّا خِفۡتُكُمۡ فَوَهَبَ لِي رَبِّي حُكۡمٗا وَجَعَلَنِي مِنَ ٱلۡمُرۡسَلِينَ ٢١
‘তারপর আমি যখন তোমাদের ভয়ে ভীত হলাম তখন আমি তোমাদের কাছ থেকে পালিয়ে গিয়েছিলাম। এরপর আমার রব আমাকে প্রজ্ঞা (নবুওয়ত) দিয়েছেন এবং আমাকে রাসূলদের অন্তর্ভুক্ত করেছেন।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:২২] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ২২
Share on
وَتِلۡكَ نِعۡمَةٞ تَمُنُّهَا عَلَيَّ أَنۡ عَبَّدتَّ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ٢٢
‘আর আমার প্রতি তোমার যে অনুগ্রহের কথা উল্লেখ করে তুমি দয়া দেখাচ্ছ তা তো এই যে, তুমি বনী ইসরাঈলকে দাসে পরিণত করেছ(১) ।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:২৩] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ২৩
Share on
قَالَ فِرۡعَوۡنُ وَمَا رَبُّ ٱلۡعَٰلَمِينَ ٢٣
ফির‘আউন বলল, ‘সৃষ্টিকুলের রব আবার কী?’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:২৪] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ২৪
Share on
قَالَ رَبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَآۖ إِن كُنتُم مُّوقِنِينَ ٢٤
মূসা বললেন, ‘তিনি আসমানসমূহ ও যমীন এবং তাদের মধ্যবর্তী সব কিছুর রব, যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হও।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:২৫] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ২৫
Share on
قَالَ لِمَنۡ حَوۡلَهُۥٓ أَلَا تَسۡتَمِعُونَ ٢٥
ফির‘আউন তার আশেপাশের লোকদের লক্ষ করে বলল, ‘তোমরা কি ভাল করে শুনছ না?’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:২৬] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ২৬
Share on
قَالَ رَبُّكُمۡ وَرَبُّ ءَابَآئِكُمُ ٱلۡأَوَّلِينَ ٢٦
মূসা বললেন, ‘তিনি তোমাদের রব এবং তোমাদের পূর্বপুরুষদেরও রব।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:২৭] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ২৭
Share on
قَالَ إِنَّ رَسُولَكُمُ ٱلَّذِيٓ أُرۡسِلَ إِلَيۡكُمۡ لَمَجۡنُونٞ ٢٧
ফির‘আউন বলল, ‘তোমাদের প্রতি প্রেরিত তোমাদের রাসূল তো অবশ্যই পাগল।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:২৮] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ২৮
Share on
قَالَ رَبُّ ٱلۡمَشۡرِقِ وَٱلۡمَغۡرِبِ وَمَا بَيۡنَهُمَآۖ إِن كُنتُمۡ تَعۡقِلُونَ ٢٨
মূসা বললেন, ‘তিনি পূর্ব ও পশ্চিমের এবং তাদের মধ্যবর্তী সব কিছুর রব; যদি তোমরা বুঝে থাকো!’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:২৯] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ২৯
Share on
قَالَ لَئِنِ ٱتَّخَذۡتَ إِلَٰهًا غَيۡرِي لَأَجۡعَلَنَّكَ مِنَ ٱلۡمَسۡجُونِينَ ٢٩
ফির‘আউন বলল, ‘তুমি যদি আমার পরিবর্তে অন্যকে ইলাহরূপে গ্ৰহণ কর আমি তোমাকে অবশ্যই কারারুদ্ধ করব।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:৩০] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ৩০
Share on
قَالَ أَوَلَوۡ جِئۡتُكَ بِشَيۡءٖ مُّبِينٖ ٣٠
মূসা বললেন, ‘আমি যদি তোমার কাছে কোনো স্পষ্ট বিষয় নিয়ে আসি, তবুও(১)?’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 3 of 23