‘আমি কি তাঁর পরিবর্তে অন্য ইলাহ্ গ্রহণ করব(১)? রহমান আমার কোনো ক্ষতি করতে চাইলে তাদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না এবং তারা আমাকে উদ্ধার করতেও পারবে না।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৬:২৪] সূরা ইয়াসীন, আয়াত নং ২৪
Share on
إِنِّيٓ إِذٗا لَّفِي ضَلَٰلٖ مُّبِينٍ ٢٤
এরূপ করলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পড়ব।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৬:২৫] সূরা ইয়াসীন, আয়াত নং ২৫
Share on
إِنِّيٓ ءَامَنتُ بِرَبِّكُمۡ فَٱسۡمَعُونِ ٢٥
নিশ্চয় আমি তোমাদের রবের উপর ঈমান এনেছি, অতএব তোমরা আমার কথা শোন।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া