bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [৩৬] ইয়াসীন | Ya-Sin | سورة يس

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ৮৩
[৩৬:২১] সূরা ইয়াসীন, আয়াত নং ২১
Share on
ٱتَّبِعُواْ مَن لَّا يَسۡ‍َٔلُكُمۡ أَجۡرٗا وَهُم مُّهۡتَدُونَ ٢١
অনুসরণ কর তাদের, যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না(১) যারা সৎপথপ্রাপ্ত।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৬:২২] সূরা ইয়াসীন, আয়াত নং ২২
Share on
وَمَا لِيَ لَآ أَعۡبُدُ ٱلَّذِي فَطَرَنِي وَإِلَيۡهِ تُرۡجَعُونَ ٢٢
আর আমার কি যুক্তি আছে যে, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যাঁর কাছে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে, আমি তার 'ইবাদত করব না— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৬:২৩] সূরা ইয়াসীন, আয়াত নং ২৩
Share on
ءَأَتَّخِذُ مِن دُونِهِۦٓ ءَالِهَةً إِن يُرِدۡنِ ٱلرَّحۡمَٰنُ بِضُرّٖ لَّا تُغۡنِ عَنِّي شَفَٰعَتُهُمۡ شَيۡ‍ٔٗا وَلَا يُنقِذُونِ ٢٣
‘আমি কি তাঁর পরিবর্তে অন্য ইলাহ্ গ্রহণ করব(১)? রহমান আমার কোনো ক্ষতি করতে চাইলে তাদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না এবং তারা আমাকে উদ্ধার করতেও পারবে না।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৬:২৪] সূরা ইয়াসীন, আয়াত নং ২৪
Share on
إِنِّيٓ إِذٗا لَّفِي ضَلَٰلٖ مُّبِينٍ ٢٤
এরূপ করলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পড়ব।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৬:২৫] সূরা ইয়াসীন, আয়াত নং ২৫
Share on
إِنِّيٓ ءَامَنتُ بِرَبِّكُمۡ فَٱسۡمَعُونِ ٢٥
নিশ্চয় আমি তোমাদের রবের উপর ঈমান এনেছি, অতএব তোমরা আমার কথা শোন।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৬:২৬] সূরা ইয়াসীন, আয়াত নং ২৬
Share on
قِيلَ ٱدۡخُلِ ٱلۡجَنَّةَۖ قَالَ يَٰلَيۡتَ قَوۡمِي يَعۡلَمُونَ ٢٦
তাকে বলা হল, 'জান্নাতে প্রবেশ কর(১)।' সে বলে উঠল, 'হায়! আমার সম্প্রদায় যদি জানতে পারত— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৬:২৭] সূরা ইয়াসীন, আয়াত নং ২৭
Share on
بِمَا غَفَرَ لِي رَبِّي وَجَعَلَنِي مِنَ ٱلۡمُكۡرَمِينَ ٢٧
কিরূপে আমার রব আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিত করেছেন।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৬:২৮] সূরা ইয়াসীন, আয়াত নং ২৮
Share on
۞وَمَآ أَنزَلۡنَا عَلَىٰ قَوۡمِهِۦ مِنۢ بَعۡدِهِۦ مِن جُندٖ مِّنَ ٱلسَّمَآءِ وَمَا كُنَّا مُنزِلِينَ ٢٨
আর আমরা তার পরে তার সম্প্রদায়ের বিরুদ্ধে আসমান থেকে কোনো বাহিনী পাঠাইনি এবং পাঠানোরও ছিলাম না(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৬:২৯] সূরা ইয়াসীন, আয়াত নং ২৯
Share on
إِن كَانَتۡ إِلَّا صَيۡحَةٗ وَٰحِدَةٗ فَإِذَا هُمۡ خَٰمِدُونَ ٢٩
সেটা ছিল শুধুমাত্র এক বিকট শব্দ। ফলে তারা নিথর নিস্তব্ধ হয়ে গেল।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৬:৩০] সূরা ইয়াসীন, আয়াত নং ৩০
Share on
يَٰحَسۡرَةً عَلَى ٱلۡعِبَادِۚ مَا يَأۡتِيهِم مِّن رَّسُولٍ إِلَّا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ ٣٠
পরিতাপ বান্দাদের জন্য(১); তাদের কাছে যখনই কোনো রাসূল এসেছে তখনই তারা তার সাথে ঠাট্টা-বিদ্রূপ করেছে(২)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 3 of 9