bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [৫০] ক্বাফ | Qaf | سورة ق

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ৪৫
[৫০:২১] সূরা ক্বাফ, আয়াত নং ২১
Share on
وَجَآءَتۡ كُلُّ نَفۡسٖ مَّعَهَا سَآئِقٞ وَشَهِيدٞ ٢١
আর সেদিন প্রত্যেক ব্যক্তি উপস্থিত হবে, তার সঙ্গে থাকবে চালক ও সাক্ষী(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫০:২২] সূরা ক্বাফ, আয়াত নং ২২
Share on
لَّقَدۡ كُنتَ فِي غَفۡلَةٖ مِّنۡ هَٰذَا فَكَشَفۡنَا عَنكَ غِطَآءَكَ فَبَصَرُكَ ٱلۡيَوۡمَ حَدِيدٞ ٢٢
অবশ্যই তুমি এ দিন সন্বদ্ধে উদাসীন ছিলে, অতঃপর আমরা তোমাদের সামনে থেকে পর্দা উন্মোচন করেছি। সুতরাং আজ থেকে তোমার দৃষ্টি প্রখর(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫০:২৩] সূরা ক্বাফ, আয়াত নং ২৩
Share on
وَقَالَ قَرِينُهُۥ هَٰذَا مَا لَدَيَّ عَتِيدٌ ٢٣
আর তার সঙ্গী ফেরেশতা বলবে, এই তো আমার কাছে ‘আমলনামা প্রস্তুত।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫০:২৪] সূরা ক্বাফ, আয়াত নং ২৪
Share on
أَلۡقِيَا فِي جَهَنَّمَ كُلَّ كَفَّارٍ عَنِيدٖ ٢٤
আদেশ করা হবে, তোমরা উভয়ে(১) জাহান্নামে নিক্ষেপ কর প্রত্যেক উদ্বত কাফিরকে— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫০:২৫] সূরা ক্বাফ, আয়াত নং ২৫
Share on
مَّنَّاعٖ لِّلۡخَيۡرِ مُعۡتَدٖ مُّرِيبٍ ٢٥
কল্যাণকর কাজে প্রবল বাধাদানকারী, সীমলঙ্ঘনকারী ও সন্দেহ পোষণকারী(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫০:২৬] সূরা ক্বাফ, আয়াত নং ২৬
Share on
ٱلَّذِي جَعَلَ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ فَأَلۡقِيَاهُ فِي ٱلۡعَذَابِ ٱلشَّدِيدِ ٢٦
যে আল্লাহর সঙ্গে অন্য ইলাহ গ্রহণ করেছিল, তোমরা তাকে কঠিন শাস্তিতে নিক্ষেপ কর।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫০:২৭] সূরা ক্বাফ, আয়াত নং ২৭
Share on
۞قَالَ قَرِينُهُۥ رَبَّنَا مَآ أَطۡغَيۡتُهُۥ وَلَٰكِن كَانَ فِي ضَلَٰلِۢ بَعِيدٖ ٢٧
তার সহচর শয়তান বলবে, ‘হে আমাদের রব! আমি তাকে বিদ্রোহী করে তুলিনি। বস্তুত সেই ছিল ঘোর বিভ্রান্ত(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫০:২৮] সূরা ক্বাফ, আয়াত নং ২৮
Share on
قَالَ لَا تَخۡتَصِمُواْ لَدَيَّ وَقَدۡ قَدَّمۡتُ إِلَيۡكُم بِٱلۡوَعِيدِ ٢٨
আল্লাহ্‌ বলবেন, ‘তোমরা আমার সামনে বাক-বিতন্ডাতা করো না; আমি তো তোমাদেরকে আগেই সতর্ক করেছিলাম।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫০:২৯] সূরা ক্বাফ, আয়াত নং ২৯
Share on
مَا يُبَدَّلُ ٱلۡقَوۡلُ لَدَيَّ وَمَآ أَنَا۠ بِظَلَّٰمٖ لِّلۡعَبِيدِ ٢٩
‘আমার কাছে কথা রদবদল হয় না এবং আমি বান্দাদের প্রতি যুলুমকারীও নই।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫০:৩০] সূরা ক্বাফ, আয়াত নং ৩০
Share on
يَوۡمَ نَقُولُ لِجَهَنَّمَ هَلِ ٱمۡتَلَأۡتِ وَتَقُولُ هَلۡ مِن مَّزِيدٖ ٣٠
সেদিন আমরা জাহান্নামকে জিজ্ঞেস করব, ‘তুমি কি পূর্ণ হয়েছ?’ জাহান্নাম বলবে, ‘আরো বেশী আছে কি(১)?’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 3 of 5