অবশ্যই তুমি এ দিন সন্বদ্ধে উদাসীন ছিলে, অতঃপর আমরা তোমাদের সামনে থেকে পর্দা উন্মোচন করেছি। সুতরাং আজ থেকে তোমার দৃষ্টি প্রখর(১)।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫০:২৩] সূরা ক্বাফ, আয়াত নং ২৩
Share on
وَقَالَ قَرِينُهُۥ هَٰذَا مَا لَدَيَّ عَتِيدٌ ٢٣
আর তার সঙ্গী ফেরেশতা বলবে, এই তো আমার কাছে ‘আমলনামা প্রস্তুত।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫০:২৪] সূরা ক্বাফ, আয়াত নং ২৪
Share on
أَلۡقِيَا فِي جَهَنَّمَ كُلَّ كَفَّارٍ عَنِيدٖ ٢٤
আদেশ করা হবে, তোমরা উভয়ে(১) জাহান্নামে নিক্ষেপ কর প্রত্যেক উদ্বত কাফিরকে— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫০:২৫] সূরা ক্বাফ, আয়াত নং ২৫
Share on
مَّنَّاعٖ لِّلۡخَيۡرِ مُعۡتَدٖ مُّرِيبٍ ٢٥
কল্যাণকর কাজে প্রবল বাধাদানকারী, সীমলঙ্ঘনকারী ও সন্দেহ পোষণকারী(১)।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া