bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [৭৪] আল-মুদ্দাসসির | Al-Muddassir | سورة المدثر

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ৫৬
[৭৪:২১] সূরা আল-মুদ্দাসসির, আয়াত নং ২১
Share on
ثُمَّ نَظَرَ ٢١
তারপর সে তাকাল।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭৪:২২] সূরা আল-মুদ্দাসসির, আয়াত নং ২২
Share on
ثُمَّ عَبَسَ وَبَسَرَ ٢٢
তারপর সে ভ্ৰকুঞ্চিত করল ও মুখ বিকৃত করল।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭৪:২৩] সূরা আল-মুদ্দাসসির, আয়াত নং ২৩
Share on
ثُمَّ أَدۡبَرَ وَٱسۡتَكۡبَرَ ٢٣
তারপর সে পিছন ফিরল এবং অহংকার করল।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭৪:২৪] সূরা আল-মুদ্দাসসির, আয়াত নং ২৪
Share on
فَقَالَ إِنۡ هَٰذَآ إِلَّا سِحۡرٞ يُؤۡثَرُ ٢٤
অতঃপর সে বলল, ‘এ তো লোক পরম্পরায় প্রাপ্ত জাদু ভিন্ন আর কিছু নয়(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭৪:২৫] সূরা আল-মুদ্দাসসির, আয়াত নং ২৫
Share on
إِنۡ هَٰذَآ إِلَّا قَوۡلُ ٱلۡبَشَرِ ٢٥
এ তো মানুষেরই কথা।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭৪:২৬] সূরা আল-মুদ্দাসসির, আয়াত নং ২৬
Share on
سَأُصۡلِيهِ سَقَرَ ٢٦
অচিরেই আমি তাকে দগ্ধ করব ‘সাকার’ এ— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭৪:২৭] সূরা আল-মুদ্দাসসির, আয়াত নং ২৭
Share on
وَمَآ أَدۡرَىٰكَ مَا سَقَرُ ٢٧
আর আপনাকে কিসে জানাবে ‘সাকার’ কী— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭৪:২৮] সূরা আল-মুদ্দাসসির, আয়াত নং ২৮
Share on
لَا تُبۡقِي وَلَا تَذَرُ ٢٨
এটা অবশিষ্ট রাখবে না এবং ছেড়েও দেবে না(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭৪:২৯] সূরা আল-মুদ্দাসসির, আয়াত নং ২৯
Share on
لَوَّاحَةٞ لِّلۡبَشَرِ ٢٩
এটা তো শরীরের চামড়া পুড়িয়ে কালো করে দেবে— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭৪:৩০] সূরা আল-মুদ্দাসসির, আয়াত নং ৩০
Share on
عَلَيۡهَا تِسۡعَةَ عَشَرَ ٣٠
‘সাকার’-এর তত্ত্বাবধানে রয়েছে ঊনিশজন প্রহরী।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 3 of 6