bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [৭৬] আল-ইনসান (আদ-দাহর) | Al-Insan (Ad-Dahr) | سورة الإنسان (الدحر)

নাযিলের স্থান: মদীনা আয়াত সংখ্যা: ৩১
[৭৬:২১] সূরা আল-ইনসান, আয়াত নং ২১
Share on
عَٰلِيَهُمۡ ثِيَابُ سُندُسٍ خُضۡرٞ وَإِسۡتَبۡرَقٞۖ وَحُلُّوٓاْ أَسَاوِرَ مِن فِضَّةٖ وَسَقَىٰهُمۡ رَبُّهُمۡ شَرَابٗا طَهُورًا ٢١
তাদের আবরণ হবে সূক্ষ্ম সবুজ রেশম ও স্থূল রেশম, আর তারা অলংকৃত হবে রৌপ্য নির্মিত কংকনে(১), আর তাদের রব তাদেরকে পান করাবেন পবিত্ৰ পানীয়।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭৬:২২] সূরা আল-ইনসান, আয়াত নং ২২
Share on
إِنَّ هَٰذَا كَانَ لَكُمۡ جَزَآءٗ وَكَانَ سَعۡيُكُم مَّشۡكُورًا ٢٢
‘নিশ্চয় এটা তোমাদের পুরস্কার; আর তোমাদের কর্মপ্রচেষ্টা ছিল প্রসংশাযোগ্য।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭৬:২৩] সূরা আল-ইনসান, আয়াত নং ২৩
Share on
إِنَّا نَحۡنُ نَزَّلۡنَا عَلَيۡكَ ٱلۡقُرۡءَانَ تَنزِيلٗا ٢٣
নিশ্চয় আমরা আপনার প্রতি কুরআন নাযিল করেছি ক্রমে ক্ৰমে।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭৬:২৪] সূরা আল-ইনসান, আয়াত নং ২৪
Share on
فَٱصۡبِرۡ لِحُكۡمِ رَبِّكَ وَلَا تُطِعۡ مِنۡهُمۡ ءَاثِمًا أَوۡ كَفُورٗا ٢٤
কাজেই আপনি ধৈর্যের সাথে আপনার রবের নির্দেশের প্রতীক্ষা করুন এবং তাদের মধ্য থেকে কোনো পাপিষ্ঠ বা ঘোর অকৃতজ্ঞ কাফিরের আনুগত্য করবেন না।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭৬:২৫] সূরা আল-ইনসান, আয়াত নং ২৫
Share on
وَٱذۡكُرِ ٱسۡمَ رَبِّكَ بُكۡرَةٗ وَأَصِيلٗا ٢٥
আর আপনার রবের নাম স্মরণ করুন সকালে ও সন্ধ্যায়।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭৬:২৬] সূরা আল-ইনসান, আয়াত নং ২৬
Share on
وَمِنَ ٱلَّيۡلِ فَٱسۡجُدۡ لَهُۥ وَسَبِّحۡهُ لَيۡلٗا طَوِيلًا ٢٦
আর রাতের কিছু অংশে তাঁর প্রতি সাজ্দাবনত হোন আর রাতের দীর্ঘ সময় তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭৬:২৭] সূরা আল-ইনসান, আয়াত নং ২৭
Share on
إِنَّ هَٰٓؤُلَآءِ يُحِبُّونَ ٱلۡعَاجِلَةَ وَيَذَرُونَ وَرَآءَهُمۡ يَوۡمٗا ثَقِيلٗا ٢٧
নিশ্চয় তারা ভালবাসে দুনিয়ার জীবনকে আর তারা তাদের সামনের কঠিন দিনকে উপেক্ষা করে চলে(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭৬:২৮] সূরা আল-ইনসান, আয়াত নং ২৮
Share on
نَّحۡنُ خَلَقۡنَٰهُمۡ وَشَدَدۡنَآ أَسۡرَهُمۡۖ وَإِذَا شِئۡنَا بَدَّلۡنَآ أَمۡثَٰلَهُمۡ تَبۡدِيلًا ٢٨
আমরা তাদেরকে সৃষ্টি করেছি এবং তাদের গঠন সুদৃঢ় করেছি। আর আমরা যখন ইচ্ছে করব তাদের স্থানে তাদের মত (কাউকে) দিয়ে পরিবর্তন করে দেব(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭৬:২৯] সূরা আল-ইনসান, আয়াত নং ২৯
Share on
إِنَّ هَٰذِهِۦ تَذۡكِرَةٞۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ سَبِيلٗا ٢٩
নিশ্চয় এটা এক উপদেশ, অতএব যে ইচ্ছে করে সে যেন তার রবের দিকে একটি পথ গ্রহণ করে।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭৬:৩০] সূরা আল-ইনসান, আয়াত নং ৩০
Share on
وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُۚ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمٗا ٣٠
আর তোমরা ইচ্ছে করতে সক্ষম হবে না যদি না আল্লাহ্ ইচ্ছে করেন। নিশ্চয় আল্লাহ্ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 3 of 4