bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [২৬] আশ-শু‘আরা | Ash-Shuara | سورة الشعراء

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ২২৭
[২৬:৩১] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ৩১
Share on
قَالَ فَأۡتِ بِهِۦٓ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ ٣١
ফির‘আউন বলল, ‘তুমি যদি সত্যবাদী হও তবে তা উপস্থিত কর।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:৩২] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ৩২
Share on
فَأَلۡقَىٰ عَصَاهُ فَإِذَا هِيَ ثُعۡبَانٞ مُّبِينٞ ٣٢
তারপর মূসা তাঁর লাঠি নিক্ষেপ করলে তৎক্ষণাৎ তা এক স্পষ্ট অজগরে(১) পরিণত হল।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:৩৩] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ৩৩
Share on
وَنَزَعَ يَدَهُۥ فَإِذَا هِيَ بَيۡضَآءُ لِلنَّٰظِرِينَ ٣٣
আর মূসা তার হাত বের করলে তৎক্ষনাৎ তা দর্শকদের দৃষ্টিতে শুভ্র উজ্জ্বল প্রতিভাত হল।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:৩৪] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ৩৪
Share on
قَالَ لِلۡمَلَإِ حَوۡلَهُۥٓ إِنَّ هَٰذَا لَسَٰحِرٌ عَلِيمٞ ٣٤
ফির‘আউন তার আশেপাশের পরিষদবৰ্গকে বলল, ‘এ তো এক সুদক্ষ জাদুকর— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:৩৫] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ৩৫
Share on
يُرِيدُ أَن يُخۡرِجَكُم مِّنۡ أَرۡضِكُم بِسِحۡرِهِۦ فَمَاذَا تَأۡمُرُونَ ٣٥
‘সে তোমাদেরকে তোমাদের দেশ থেকে তার জাদুবলে বহিস্কৃত করতে চায়। এখন তোমরা কী করতে বল?’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:৩৬] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ৩৬
Share on
قَالُوٓاْ أَرۡجِهۡ وَأَخَاهُ وَٱبۡعَثۡ فِي ٱلۡمَدَآئِنِ حَٰشِرِينَ ٣٦
তারা বলল, ‘তাকে ও তার ভাইকে কিছু অবকাশ দাও এবং নগরে নগরে সংগ্রাহকদেরকে পাঠাও— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:৩৭] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ৩৭
Share on
يَأۡتُوكَ بِكُلِّ سَحَّارٍ عَلِيمٖ ٣٧
‘যেন তারা তোমার কাছে প্রতিটি অভিজ্ঞ জাদুকরকে উপস্থিত করে।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:৩৮] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ৩৮
Share on
فَجُمِعَ ٱلسَّحَرَةُ لِمِيقَٰتِ يَوۡمٖ مَّعۡلُومٖ ٣٨
অতঃপর এক নির্ধারিত দিনে নির্দিষ্ট সময়ে জাদুকরদেরকে একত্র করা হল— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:৩৯] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ৩৯
Share on
وَقِيلَ لِلنَّاسِ هَلۡ أَنتُم مُّجۡتَمِعُونَ ٣٩
এবং লোকদেরকে বলা হল, ‘তোমরাও সমবেত হচ্ছে কি— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:৪০] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ৪০
Share on
لَعَلَّنَا نَتَّبِعُ ٱلسَّحَرَةَ إِن كَانُواْ هُمُ ٱلۡغَٰلِبِينَ ٤٠
‘যেন আমরা জাদুকরদের অনুসরণ করতে পারি, যদি তারা বিজয়ী হয়।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 4 of 23