bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [৫০] ক্বাফ | Qaf | سورة ق

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ৪৫
[৫০:৩১] সূরা ক্বাফ, আয়াত নং ৩১
Share on
وَأُزۡلِفَتِ ٱلۡجَنَّةُ لِلۡمُتَّقِينَ غَيۡرَ بَعِيدٍ ٣١
আর জান্নাতকে নিকটস্থ করা হবে মুত্তাকীদের---কোনো দূরত্বে থাকবে না।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫০:৩২] সূরা ক্বাফ, আয়াত নং ৩২
Share on
هَٰذَا مَا تُوعَدُونَ لِكُلِّ أَوَّابٍ حَفِيظٖ ٣٢
এরই প্রতিশ্রুতি তোমাদেরকে দেয়া হয়েছিল---প্রত্যেক আল্লাহ্‌--- অভিমুখী(১), হিফাযতকারীর জন্য— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫০:৩৩] সূরা ক্বাফ, আয়াত নং ৩৩
Share on
مَّنۡ خَشِيَ ٱلرَّحۡمَٰنَ بِٱلۡغَيۡبِ وَجَآءَ بِقَلۡبٖ مُّنِيبٍ ٣٣
যারা গায়েব অবস্থায় দয়াময় আল্লাহকে ভয় করেছে এবং বিনীত চিত্তে উপস্থিত হয়েছে— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫০:৩৪] সূরা ক্বাফ, আয়াত নং ৩৪
Share on
ٱدۡخُلُوهَا بِسَلَٰمٖۖ ذَٰلِكَ يَوۡمُ ٱلۡخُلُودِ ٣٤
তাদেরকে বলা হবে, ‘শান্তির সাথে তোমরা তাতে প্ৰবেশ কর; এটা অনন্ত জীবনের দিন।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫০:৩৫] সূরা ক্বাফ, আয়াত নং ৩৫
Share on
لَهُم مَّا يَشَآءُونَ فِيهَا وَلَدَيۡنَا مَزِيدٞ ٣٥
এখানে তারা যা কামনা করবে তা-ই থাকবে(১) এবং আমার কাছে রয়েছে তারও বেশী(২)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫০:৩৬] সূরা ক্বাফ, আয়াত নং ৩৬
Share on
وَكَمۡ أَهۡلَكۡنَا قَبۡلَهُم مِّن قَرۡنٍ هُمۡ أَشَدُّ مِنۡهُم بَطۡشٗا فَنَقَّبُواْ فِي ٱلۡبِلَٰدِ هَلۡ مِن مَّحِيصٍ ٣٦
আর আমরা তাদের আগে বহু প্ৰজন্মকে ধ্বংস করে দিয়েছি, যারা ছিল পাকড়াও করার ক্ষেত্রে তাদের চেয়ে প্রবলতর, তারা দেশে দেশে ঘুরে বেড়াত; তাদের কোনো পলায়ণস্থল ছিল কি— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫০:৩৭] সূরা ক্বাফ, আয়াত নং ৩৭
Share on
إِنَّ فِي ذَٰلِكَ لَذِكۡرَىٰ لِمَن كَانَ لَهُۥ قَلۡبٌ أَوۡ أَلۡقَى ٱلسَّمۡعَ وَهُوَ شَهِيدٞ ٣٧
নিশ্চয় এতে উপদেশ রয়েছে তার জন্য, যার আছে অন্তঃকরণ’(১) অথবা যে শ্রবণ করে মনোযোগের সাথে।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫০:৩৮] সূরা ক্বাফ, আয়াত নং ৩৮
Share on
وَلَقَدۡ خَلَقۡنَا ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَمَا بَيۡنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٖ وَمَا مَسَّنَا مِن لُّغُوبٖ ٣٨
আর অবশ্যই আমরা আসমানসমুহ, যমীন ও তাদের অন্তর্বর্তী সমস্ত কিছু সৃষ্টি করেছি ছয় দিনে; আর আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করেনি।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫০:৩৯] সূরা ক্বাফ, আয়াত নং ৩৯
Share on
فَٱصۡبِرۡ عَلَىٰ مَا يَقُولُونَ وَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّكَ قَبۡلَ طُلُوعِ ٱلشَّمۡسِ وَقَبۡلَ ٱلۡغُرُوبِ ٣٩
অতএব, তারা যা বলে তাতে আপনি ধৈর্য ধারণ করুন এবং আপনার রবের সপ্ৰশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের আগে(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫০:৪০] সূরা ক্বাফ, আয়াত নং ৪০
Share on
وَمِنَ ٱلَّيۡلِ فَسَبِّحۡهُ وَأَدۡبَٰرَ ٱلسُّجُودِ ٤٠
আর তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন রাতের একাংশে এবং সালাতের পরেও(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 4 of 5