bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [৭৪] আল-মুদ্দাসসির | Al-Muddassir | سورة المدثر

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ৫৬
[৭৪:৩১] সূরা আল-মুদ্দাসসির, আয়াত নং ৩১
Share on
وَمَا جَعَلۡنَآ أَصۡحَٰبَ ٱلنَّارِ إِلَّا مَلَٰٓئِكَةٗۖ وَمَا جَعَلۡنَا عِدَّتَهُمۡ إِلَّا فِتۡنَةٗ لِّلَّذِينَ كَفَرُواْ لِيَسۡتَيۡقِنَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ وَيَزۡدَادَ ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِيمَٰنٗا وَلَا يَرۡتَابَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ وَٱلۡمُؤۡمِنُونَ وَلِيَقُولَ ٱلَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٞ وَٱلۡكَٰفِرُونَ مَاذَآ أَرَادَ ٱللَّهُ بِهَٰذَا مَثَلٗاۚ كَذَٰلِكَ يُضِلُّ ٱللَّهُ مَن يَشَآءُ وَيَهۡدِي مَن يَشَآءُۚ وَمَا يَعۡلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُوَۚ وَمَا هِيَ إِلَّا ذِكۡرَىٰ لِلۡبَشَرِ ٣١
আর আমরা তো জাহান্নামের প্রহরী কেবল ফেরেশতাদেরকেই করেছি(১); কাফিরদের পরীক্ষাস্বরূপই আমরা তাদের এ সংখ্যা উল্লেখ করেছি যাতে কিতাবপ্রাপ্তদের দৃঢ় প্রত্যয় জন্মে, আর যারা ঈমান এনেছে তাদের ঈমান বেড়ে যায়। আর কিতাবপ্রাপ্তরা ও মুমিনরা সন্দেহ পোষণ না করে। আর যেন এর ফলে যাদের অন্তরে ব্যাধি আছে তারা ও কাফিররা বলে, আল্লাহ্ এ (সংখ্যার) উপমা(২) (উল্লেখ করা) দ্বারা কি ইচ্ছা করেছেন?’ এভাবে আল্লাহ্ যাকে ইচ্ছে পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছে হেদায়াত করেন। আর আপনার রবের বাহিনী সম্পর্কে তিনি ছাড়া কেউ জানে না। আর জাহান্নামের এ বর্ণনা তো মানুষের জন্য এক উপদেশ মাত্র।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭৪:৩২] সূরা আল-মুদ্দাসসির, আয়াত নং ৩২
Share on
كَلَّا وَٱلۡقَمَرِ ٣٢
কখনোই না(১), চাঁদের শপথ— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭৪:৩৩] সূরা আল-মুদ্দাসসির, আয়াত নং ৩৩
Share on
وَٱلَّيۡلِ إِذۡ أَدۡبَرَ ٣٣
শপথ রাতের, যখন তার অবসান ঘটে— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭৪:৩৪] সূরা আল-মুদ্দাসসির, আয়াত নং ৩৪
Share on
وَٱلصُّبۡحِ إِذَآ أَسۡفَرَ ٣٤
শপথ প্রভাতকালের, যখন তা আলোকোজ্জ্বল হয়— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭৪:৩৫] সূরা আল-মুদ্দাসসির, আয়াত নং ৩৫
Share on
إِنَّهَا لَإِحۡدَى ٱلۡكُبَرِ ٣٥
নিশ্চয় জাহান্নাম ভয়াবহ বিপদসমূহের অন্যতম— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭৪:৩৬] সূরা আল-মুদ্দাসসির, আয়াত নং ৩৬
Share on
نَذِيرٗا لِّلۡبَشَرِ ٣٦
মানুষের জন্য সতর্ককারীস্বরূপ— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭৪:৩৭] সূরা আল-মুদ্দাসসির, আয়াত নং ৩৭
Share on
لِمَن شَآءَ مِنكُمۡ أَن يَتَقَدَّمَ أَوۡ يَتَأَخَّرَ ٣٧
তোমাদের মধ্যে যে অগ্রসর হতে চায় কিংবা যে পিছিয়ে পড়তে চায় তার জন্য(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭৪:৩৮] সূরা আল-মুদ্দাসসির, আয়াত নং ৩৮
Share on
كُلُّ نَفۡسِۢ بِمَا كَسَبَتۡ رَهِينَةٌ ٣٨
প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের দায়ে আবদ্ধ(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭৪:৩৯] সূরা আল-মুদ্দাসসির, আয়াত নং ৩৯
Share on
إِلَّآ أَصۡحَٰبَ ٱلۡيَمِينِ ٣٩
তবে ডানপন্থীরা নয়— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭৪:৪০] সূরা আল-মুদ্দাসসির, আয়াত নং ৪০
Share on
فِي جَنَّٰتٖ يَتَسَآءَلُونَ ٤٠
বাগ-বাগিচার মধ্যে তারা একে অপরকে জিজ্ঞেস করবে –— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 4 of 6