bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [৭৮] আন-নাবা | An-Naba | سورة النبأ

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ৪০
[৭৮:৩১] সূরা আন-নাবা, আয়াত নং ৩১
Share on
إِنَّ لِلۡمُتَّقِينَ مَفَازًا ٣١
নিশ্চয় মুত্তাকীদের জন্য আছে সাফল্য— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭৮:৩২] সূরা আন-নাবা, আয়াত নং ৩২
Share on
حَدَآئِقَ وَأَعۡنَٰبٗا ٣٢
উদ্যানসমূহ, আঙ্গুরসমূহ— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭৮:৩৩] সূরা আন-নাবা, আয়াত নং ৩৩
Share on
وَكَوَاعِبَ أَتۡرَابٗا ٣٣
আর সমবয়স্কা(১) উদ্ভিন্ন যৌবনা তরুণী— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭৮:৩৪] সূরা আন-নাবা, আয়াত নং ৩৪
Share on
وَكَأۡسٗا دِهَاقٗا ٣٤
এবং পরিপূর্ণ পানিপাত্র।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭৮:৩৫] সূরা আন-নাবা, আয়াত নং ৩৫
Share on
لَّا يَسۡمَعُونَ فِيهَا لَغۡوٗا وَلَا كِذَّٰبٗا ٣٥
সেখানে তারা শুনবে না কোনো অসার ও মিথ্যা বাক্য(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭৮:৩৬] সূরা আন-নাবা, আয়াত নং ৩৬
Share on
جَزَآءٗ مِّن رَّبِّكَ عَطَآءً حِسَابٗا ٣٦
আপনার রবের পক্ষ থেকে পুরস্কার, যথোচিত দানস্বরূপ(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭৮:৩৭] সূরা আন-নাবা, আয়াত নং ৩৭
Share on
رَّبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا ٱلرَّحۡمَٰنِۖ لَا يَمۡلِكُونَ مِنۡهُ خِطَابٗا ٣٧
যিনি আসমানসমূহ, যমীন ও এ দু’য়ের মধ্যবর্তী সমস্ত কিছুর রব, দয়াময়; তাঁর কাছে আবেদন-নিবেদনের শক্তি তাদের থাকবে না(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭৮:৩৮] সূরা আন-নাবা, আয়াত নং ৩৮
Share on
يَوۡمَ يَقُومُ ٱلرُّوحُ وَٱلۡمَلَٰٓئِكَةُ صَفّٗاۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنۡ أَذِنَ لَهُ ٱلرَّحۡمَٰنُ وَقَالَ صَوَابٗا ٣٨
সেদিন রূহ্ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁরাবে(১); সেদিন কেউ কথা বলবে না, তবে ‘রহমান’ যাকে অনুমতি দেবেন সে ছাড়া এবং সে সঠিক কথা বলবে(২)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭৮:৩৯] সূরা আন-নাবা, আয়াত নং ৩৯
Share on
ذَٰلِكَ ٱلۡيَوۡمُ ٱلۡحَقُّۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ مَ‍َٔابًا ٣٩
এ দিনটি সত্য; অতএব, যার ইচ্ছে সে তার রবের নিকট আশ্রয় গ্ৰহণ করুক।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭৮:৪০] সূরা আন-নাবা, আয়াত নং ৪০
Share on
إِنَّآ أَنذَرۡنَٰكُمۡ عَذَابٗا قَرِيبٗا يَوۡمَ يَنظُرُ ٱلۡمَرۡءُ مَا قَدَّمَتۡ يَدَاهُ وَيَقُولُ ٱلۡكَافِرُ يَٰلَيۡتَنِي كُنتُ تُرَٰبَۢا ٤٠
নিশ্চয় আমরা তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম; যেদিন মানুষ তার কৃতকর্ম দেখতে পাবে এবং কাফির বলবে, ‘হায়! আমি যদি মাটি হতাম(১) !’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 4 of 4