bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [১৫] আল-হিজর | Al-Hizr | سورة الحجر

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ৯৯
[১৫:৪১] সূরা আল-হিজর, আয়াত নং ৪১
Share on
قَالَ هَٰذَا صِرَٰطٌ عَلَيَّ مُسۡتَقِيمٌ ٤١
আল্লাহ্‌ বললেন, এটাই আমার কাছে পৌঁছার সরল পথ।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:৪২] সূরা আল-হিজর, আয়াত নং ৪২
Share on
إِنَّ عِبَادِي لَيۡسَ لَكَ عَلَيۡهِمۡ سُلۡطَٰنٌ إِلَّا مَنِ ٱتَّبَعَكَ مِنَ ٱلۡغَاوِينَ ٤٢
বিভ্রান্তদের মধ্যে যে তোমার অনুসরণ করবে সে ছাড়া আমার বান্দাদের উপর তোমার কোনই ক্ষমতা থাকবে না(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:৪৩] সূরা আল-হিজর, আয়াত নং ৪৩
Share on
وَإِنَّ جَهَنَّمَ لَمَوۡعِدُهُمۡ أَجۡمَعِينَ ٤٣
আর নিশ্চয় জাহান্নাম তাদের সবারই প্রতিশ্রুত স্থান— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:৪৪] সূরা আল-হিজর, আয়াত নং ৪৪
Share on
لَهَا سَبۡعَةُ أَبۡوَٰبٖ لِّكُلِّ بَابٖ مِّنۡهُمۡ جُزۡءٞ مَّقۡسُومٌ ٤٤
‘সেটার সাতটি দরজা আছে(১), প্রত্যেক দরজা দিয়ে প্রবেশ করার জন্য (শয়তানের অনুসারীদের) নির্দিষ্ট অংশ রয়েছে(২)।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:৪৫] সূরা আল-হিজর, আয়াত নং ৪৫
Share on
إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي جَنَّٰتٖ وَعُيُونٍ ٤٥
নিশ্চয় মুত্তাকীরা থাকবে জান্নাতে ও প্রস্রবণসমূহের মধ্যে।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:৪৬] সূরা আল-হিজর, আয়াত নং ৪৬
Share on
ٱدۡخُلُوهَا بِسَلَٰمٍ ءَامِنِينَ ٤٦
তাদেরকে বলা হবে, ‘তোমরা শান্তিতে নিরাপত্তার সাথে এতে প্রবেশ কর(১)।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:৪৭] সূরা আল-হিজর, আয়াত নং ৪৭
Share on
وَنَزَعۡنَا مَا فِي صُدُورِهِم مِّنۡ غِلٍّ إِخۡوَٰنًا عَلَىٰ سُرُرٖ مُّتَقَٰبِلِينَ ٤٧
আর আমরা তাদের অন্তর হতে বিদ্বেষ দূর করব(১); তারা ভাইয়ের মত পরস্পর মুখোমুখি হয়ে আসনে অবস্থান করবে(২)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:৪৮] সূরা আল-হিজর, আয়াত নং ৪৮
Share on
لَا يَمَسُّهُمۡ فِيهَا نَصَبٞ وَمَا هُم مِّنۡهَا بِمُخۡرَجِينَ ٤٨
সেখানে তাদেরকে অবসাদ স্পর্শ করবে না এবং তারা সেখান থেকে বহিস্কৃতও হবে না(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:৪৯] সূরা আল-হিজর, আয়াত নং ৪৯
Share on
۞نَبِّئۡ عِبَادِيٓ أَنِّيٓ أَنَا ٱلۡغَفُورُ ٱلرَّحِيمُ ٤٩
আমার বান্দাদেরকে জানিয়ে দিন যে, নিশ্চয় আমিই পরম ক্ষমাশীল, পরম দয়ালু— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:৫০] সূরা আল-হিজর, আয়াত নং ৫০
Share on
وَأَنَّ عَذَابِي هُوَ ٱلۡعَذَابُ ٱلۡأَلِيمُ ٥٠
আর নিশ্চয় আমার শাস্তিই যন্ত্রণাদায়ক শাস্তি— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 5 of 10