bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [২০] ত্বা-হা | Ta-ha | سورة طه

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ১৩৫
[২০:৪১] সূরা ত্বা-হা, আয়াত নং ৪১
Share on
وَٱصۡطَنَعۡتُكَ لِنَفۡسِي ٤١
‘এবং আমি আপনাকে আমার নিজের জন্য প্রস্তুত করে নিয়েছি(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২০:৪২] সূরা ত্বা-হা, আয়াত নং ৪২
Share on
ٱذۡهَبۡ أَنتَ وَأَخُوكَ بِ‍َٔايَٰتِي وَلَا تَنِيَا فِي ذِكۡرِي ٤٢
‘আপনি ও আপনার ভাই আমার নিদর্শনসহ যাত্রা করুন এবং আমার স্মরণে শৈথিল্য করবেন না(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২০:৪৩] সূরা ত্বা-হা, আয়াত নং ৪৩
Share on
ٱذۡهَبَآ إِلَىٰ فِرۡعَوۡنَ إِنَّهُۥ طَغَىٰ ٤٣
‘আপনারা উভয়ে ফির’আউনের কাছে যান, সে তো সীমালংঘন করেছে।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২০:৪৪] সূরা ত্বা-হা, আয়াত নং ৪৪
Share on
فَقُولَا لَهُۥ قَوۡلٗا لَّيِّنٗا لَّعَلَّهُۥ يَتَذَكَّرُ أَوۡ يَخۡشَىٰ ٤٤
‘আপনারা তার সাথে নরম কথা বলবেন(১), হয়ত সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে(২)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২০:৪৫] সূরা ত্বা-হা, আয়াত নং ৪৫
Share on
قَالَا رَبَّنَآ إِنَّنَا نَخَافُ أَن يَفۡرُطَ عَلَيۡنَآ أَوۡ أَن يَطۡغَىٰ ٤٥
তারা বলল, ‘হে আমাদের রব! আমরা আশংকা করি সে আমাদের উপর বাড়াবাড়ি করবে অথবা অন্যায় আচরণে সীমালংঘন করবে(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২০:৪৬] সূরা ত্বা-হা, আয়াত নং ৪৬
Share on
قَالَ لَا تَخَافَآۖ إِنَّنِي مَعَكُمَآ أَسۡمَعُ وَأَرَىٰ ٤٦
তিনি বললেন, ‘আপনারা ভয় করবেন না, আমি তো আপনাদের সংগে আছি(১), আমি শুনি ও আমি দেখি।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২০:৪৭] সূরা ত্বা-হা, আয়াত নং ৪৭
Share on
فَأۡتِيَاهُ فَقُولَآ إِنَّا رَسُولَا رَبِّكَ فَأَرۡسِلۡ مَعَنَا بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ وَلَا تُعَذِّبۡهُمۡۖ قَدۡ جِئۡنَٰكَ بِ‍َٔايَةٖ مِّن رَّبِّكَۖ وَٱلسَّلَٰمُ عَلَىٰ مَنِ ٱتَّبَعَ ٱلۡهُدَىٰٓ ٤٧
সুতরাং আপনারা তার কাছে যান এবং বলুন, ‘আমরা তোমার রব এর রাসুল, কাজেই আমদের সাথে বনী ইসরাঈলকে যেতে দাও এবং তাদেরকে কষ্ট দিও না, আমরা তো তোমার কাছে এনেছি তোমার রবের কাছ থেকে নিদর্শন। আর যারা সৎপথ অনুসরণ করে তাদের প্রতি শান্তি।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২০:৪৮] সূরা ত্বা-হা, আয়াত নং ৪৮
Share on
إِنَّا قَدۡ أُوحِيَ إِلَيۡنَآ أَنَّ ٱلۡعَذَابَ عَلَىٰ مَن كَذَّبَ وَتَوَلَّىٰ ٤٨
‘নিশ্চয় আমাদের প্রতি ওহী পাঠানো হয়েছে যে, শাস্তি তো তার জন্য যে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২০:৪৯] সূরা ত্বা-হা, আয়াত নং ৪৯
Share on
قَالَ فَمَن رَّبُّكُمَا يَٰمُوسَىٰ ٤٩
ফির’আউন বলল, ‘হে মূসা! তাহলে কে তোমাদের রব(১)?’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২০:৫০] সূরা ত্বা-হা, আয়াত নং ৫০
Share on
قَالَ رَبُّنَا ٱلَّذِيٓ أَعۡطَىٰ كُلَّ شَيۡءٍ خَلۡقَهُۥ ثُمَّ هَدَىٰ ٥٠
মূসা বললেন, ‘আমাদের রব তিনি, যিনি প্রত্যেক বস্তুকে তার সৃষ্টি আকৃতি দান করেছেন, তারপর পথনির্দেশ করেছেন(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 5 of 14