bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [২৬] আশ-শু‘আরা | Ash-Shuara | سورة الشعراء

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ২২৭
[২৬:৪১] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ৪১
Share on
فَلَمَّا جَآءَ ٱلسَّحَرَةُ قَالُواْ لِفِرۡعَوۡنَ أَئِنَّ لَنَا لَأَجۡرًا إِن كُنَّا نَحۡنُ ٱلۡغَٰلِبِينَ ٤١
অতঃপর জাদুকরেরা এসে ফির‘আউনকে বলল, ‘আমরা যদি বিজয়ী হই আমাদের জন্য পুরস্কার থাকবে তো?’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:৪২] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ৪২
Share on
قَالَ نَعَمۡ وَإِنَّكُمۡ إِذٗا لَّمِنَ ٱلۡمُقَرَّبِينَ ٤٢
ফির‘আউন বলল, ‘হ্যাঁ, তখন তো তোমরা অবশ্যই আমার ঘনিষ্ঠদের শামিল হবে।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:৪৩] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ৪৩
Share on
قَالَ لَهُم مُّوسَىٰٓ أَلۡقُواْ مَآ أَنتُم مُّلۡقُونَ ٤٣
মূসা তাদেরকে বললেন, ‘তোমরা যা নিক্ষেপ করার তা নিক্ষেপ কর।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:৪৪] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ৪৪
Share on
فَأَلۡقَوۡاْ حِبَالَهُمۡ وَعِصِيَّهُمۡ وَقَالُواْ بِعِزَّةِ فِرۡعَوۡنَ إِنَّا لَنَحۡنُ ٱلۡغَٰلِبُونَ ٤٤
অতঃপর তারা তাদের রশি ও লাঠি নিক্ষেপ করল এবং তারা বলল, ‘ফির‘আউনের ইযযতের শপথ! আমরাই তো বিজয়ী হব।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:৪৫] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ৪৫
Share on
فَأَلۡقَىٰ مُوسَىٰ عَصَاهُ فَإِذَا هِيَ تَلۡقَفُ مَا يَأۡفِكُونَ ٤٥
অতঃপর মূসা তার লাঠি নিক্ষেপ করলেন, সহসা সেটা তাদের অলীক কীর্তিগুলোকে গ্ৰাস করতে লাগল।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:৪৬] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ৪৬
Share on
فَأُلۡقِيَ ٱلسَّحَرَةُ سَٰجِدِينَ ٤٦
তখন জাদুকরেরা সাজদাবনত হয়ে পড়ল।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:৪৭] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ৪৭
Share on
قَالُوٓاْ ءَامَنَّا بِرَبِّ ٱلۡعَٰلَمِينَ ٤٧
তারা বলল, ‘আমরা ঈমান আনলাম সৃষ্টিকুলের রবের প্রতি— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:৪৮] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ৪৮
Share on
رَبِّ مُوسَىٰ وَهَٰرُونَ ٤٨
‘যিনি মূসা ও হারূনেরও রব।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:৪৯] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ৪৯
Share on
قَالَ ءَامَنتُمۡ لَهُۥ قَبۡلَ أَنۡ ءَاذَنَ لَكُمۡۖ إِنَّهُۥ لَكَبِيرُكُمُ ٱلَّذِي عَلَّمَكُمُ ٱلسِّحۡرَ فَلَسَوۡفَ تَعۡلَمُونَۚ لَأُقَطِّعَنَّ أَيۡدِيَكُمۡ وَأَرۡجُلَكُم مِّنۡ خِلَٰفٖ وَلَأُصَلِّبَنَّكُمۡ أَجۡمَعِينَ ٤٩
ফির‘আউন বলল, ‘কী! আমি তোমাদেরকে অনুমতি দেয়ার আগেই তোমরা তার প্রতি বিশ্বাস করলে? সে-ই তো তোমাদের প্রধান যে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে। সুতরাং শীঘ্রই তোমরা এর পরিণাম জানবে। আমি অবশ্যই তোমাদের হাত এবং তোমাদের পা বিপরীত দিক থেকে কেটে ফেলব এবং তোমাদের সবাইকে শূলবিদ্ধ করবই।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৬:৫০] সূরা আশ-শু‘আরা, আয়াত নং ৫০
Share on
قَالُواْ لَا ضَيۡرَۖ إِنَّآ إِلَىٰ رَبِّنَا مُنقَلِبُونَ ٥٠
তারা বলল, ‘কোনো ক্ষতি নেই(১), আমরা তো আমাদের রবের কাছেই প্রত্যাবর্তনকারী।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 5 of 23