bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [৫১] আয-যারিয়াত | Aj-Jariyat | سورة الذاريات

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ৬০
[৫১:৪১] সূরা আয-যারিয়াত, আয়াত নং ৪১
Share on
وَفِي عَادٍ إِذۡ أَرۡسَلۡنَا عَلَيۡهِمُ ٱلرِّيحَ ٱلۡعَقِيمَ ٤١
আর নিদর্শন রয়েছে ‘আদের ঘটনাতেও, যখন আমরা তাদের বিরুদ্ধে প্রেরণ করেছিলাম অকল্যাণকর বায়ু(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫১:৪২] সূরা আয-যারিয়াত, আয়াত নং ৪২
Share on
مَا تَذَرُ مِن شَيۡءٍ أَتَتۡ عَلَيۡهِ إِلَّا جَعَلَتۡهُ كَٱلرَّمِيمِ ٤٢
এটা যা কিছুর উপর দিয়ে বয়ে গিয়েছিল তাকেই যেন পরিণত করল চূৰ্ণ-বিচূর্ণ ধ্বংসস্তুপে।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫১:৪৩] সূরা আয-যারিয়াত, আয়াত নং ৪৩
Share on
وَفِي ثَمُودَ إِذۡ قِيلَ لَهُمۡ تَمَتَّعُواْ حَتَّىٰ حِينٖ ٤٣
আরও নিদর্শন রয়েছে সামূদের বৃত্তান্তেও, যখন তাদেরকে বলা হয়েছিল, ‘ভোগ করে নাও একটি নিদৃষ্ট কাল।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫১:৪৪] সূরা আয-যারিয়াত, আয়াত নং ৪৪
Share on
فَعَتَوۡاْ عَنۡ أَمۡرِ رَبِّهِمۡ فَأَخَذَتۡهُمُ ٱلصَّٰعِقَةُ وَهُمۡ يَنظُرُونَ ٤٤
অতঃপর তারা তাদের রবের আদেশ মানতে অহংকার করল; ফলে তাদেরকে পাকড়াও করল বজ্র(১) এবং তারা তা দেখছিল।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫১:৪৫] সূরা আয-যারিয়াত, আয়াত নং ৪৫
Share on
فَمَا ٱسۡتَطَٰعُواْ مِن قِيَامٖ وَمَا كَانُواْ مُنتَصِرِينَ ٤٥
অতঃপর তারা উঠে দাঁড়াতে পারল না এবং প্রতিরোধ করতেও পারল না।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫১:৪৬] সূরা আয-যারিয়াত, আয়াত নং ৪৬
Share on
وَقَوۡمَ نُوحٖ مِّن قَبۡلُۖ إِنَّهُمۡ كَانُواْ قَوۡمٗا فَٰسِقِينَ ٤٦
আর (ধ্বংস করেছিলাম) এদের আগে নূহের সম্প্রদায়কে, নিশ্চয় তারা ছিল ফাসেক সম্প্রদায়।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫১:৪৭] সূরা আয-যারিয়াত, আয়াত নং ৪৭
Share on
وَٱلسَّمَآءَ بَنَيۡنَٰهَا بِأَيۡيْدٖ وَإِنَّا لَمُوسِعُونَ ٤٧
আর আসমান আমরা তা নির্মাণ করেছি আমাদের ক্ষমতা বলে(১) এবং আমরা নিশ্চয়ই মহাসম্প্রসারণকারী(২)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫১:৪৮] সূরা আয-যারিয়াত, আয়াত নং ৪৮
Share on
وَٱلۡأَرۡضَ فَرَشۡنَٰهَا فَنِعۡمَ ٱلۡمَٰهِدُونَ ٤٨
আর যমীন, আমরা তাকে বিছিয়ে দিয়েছি, অতঃপর কত সুন্দর ব্যবস্থাপনাকারী(১) (আমরা)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫১:৪৯] সূরা আয-যারিয়াত, আয়াত নং ৪৯
Share on
وَمِن كُلِّ شَيۡءٍ خَلَقۡنَا زَوۡجَيۡنِ لَعَلَّكُمۡ تَذَكَّرُونَ ٤٩
আর প্রত্যেক বস্তু আমরা সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়(১), যাতে তোমরা উপদেশ গ্ৰহণ কর।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫১:৫০] সূরা আয-যারিয়াত, আয়াত নং ৫০
Share on
فَفِرُّوٓاْ إِلَى ٱللَّهِۖ إِنِّي لَكُم مِّنۡهُ نَذِيرٞ مُّبِينٞ ٥٠
অতএব, তোমরা আল্লাহর দিকে ধাবিত হও(১)। নিশ্চয় আমি তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে এক স্পষ্ট সতর্ককারী(২)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 5 of 6