bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [৫১] আয-যারিয়াত | Aj-Jariyat | سورة الذاريات

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ৬০
[৫১:৫১] সূরা আয-যারিয়াত, আয়াত নং ৫১
Share on
وَلَا تَجۡعَلُواْ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَۖ إِنِّي لَكُم مِّنۡهُ نَذِيرٞ مُّبِينٞ ٥١
আর তোমরা আল্লাহর সাথে কোনো ইলাহ্‌ স্থির করো না; আমি তোমাদের প্রতি আল্লাহ প্রেরিত এক স্পষ্ট সতর্ককারী।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫১:৫২] সূরা আয-যারিয়াত, আয়াত নং ৫২
Share on
كَذَٰلِكَ مَآ أَتَى ٱلَّذِينَ مِن قَبۡلِهِم مِّن رَّسُولٍ إِلَّا قَالُواْ سَاحِرٌ أَوۡ مَجۡنُونٌ ٥٢
এভাবে তাদের পূর্ববতীদের কাছে যখনই কোনো রাসূল এসেছেন তারাই তাকে বলেছে, ’এ তো এক জাদুকর, না হয় এক উন্মাদ!’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫১:৫৩] সূরা আয-যারিয়াত, আয়াত নং ৫৩
Share on
أَتَوَاصَوۡاْ بِهِۦۚ بَلۡ هُمۡ قَوۡمٞ طَاغُونَ ٥٣
তারা কি একে অপরকে এ মন্ত্রণাই দিয়ে এসেছে? বরং এরা সীমালজয়নকারী সম্প্রদায়(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫১:৫৪] সূরা আয-যারিয়াত, আয়াত নং ৫৪
Share on
فَتَوَلَّ عَنۡهُمۡ فَمَآ أَنتَ بِمَلُومٖ ٥٤
কাজেই আপনি তাদেরকে উপেক্ষা করুন, এতে আপনি তিরস্কৃত হবেন না।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫১:৫৫] সূরা আয-যারিয়াত, আয়াত নং ৫৫
Share on
وَذَكِّرۡ فَإِنَّ ٱلذِّكۡرَىٰ تَنفَعُ ٱلۡمُؤۡمِنِينَ ٥٥
আর আপনি উপদেশ দিতে থাকুন, কারণ নিশ্চয় উপদেশ মুমিনদের উপকারে আসে।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫১:৫৬] সূরা আয-যারিয়াত, আয়াত নং ৫৬
Share on
وَمَا خَلَقۡتُ ٱلۡجِنَّ وَٱلۡإِنسَ إِلَّا لِيَعۡبُدُونِ ٥٦
আর আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এজন্যেই যে, তারা কেবল আমার ইবাদাত করবে।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫১:৫৭] সূরা আয-যারিয়াত, আয়াত নং ৫৭
Share on
مَآ أُرِيدُ مِنۡهُم مِّن رِّزۡقٖ وَمَآ أُرِيدُ أَن يُطۡعِمُونِ ٥٧
আমি তাদের কাছ থেকে কোনো রিযিক চাই না এবং এটাও চাই না যে, তারা আমাকে খাওয়াবে(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫১:৫৮] সূরা আয-যারিয়াত, আয়াত নং ৫৮
Share on
إِنَّ ٱللَّهَ هُوَ ٱلرَّزَّاقُ ذُو ٱلۡقُوَّةِ ٱلۡمَتِينُ ٥٨
নিশ্চয় আল্লাহ, তিনিই তো রিযিকদাতা, প্রবল শক্তিধর, পরাক্রমশালী।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫১:৫৯] সূরা আয-যারিয়াত, আয়াত নং ৫৯
Share on
فَإِنَّ لِلَّذِينَ ظَلَمُواْ ذَنُوبٗا مِّثۡلَ ذَنُوبِ أَصۡحَٰبِهِمۡ فَلَا يَسۡتَعۡجِلُونِ ٥٩
সুতরাং যারা যুলুম করেছে তাদের জন্য রয়েছে তাদের সমমতাবলম্বীদের অনুরূপ প্রাপ্য (শাস্তি)। কাজেই তারা এটার জন্য আমার কাছে যেন তাড়াহুড়ো না করে(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫১:৬০] সূরা আয-যারিয়াত, আয়াত নং ৬০
Share on
فَوَيۡلٞ لِّلَّذِينَ كَفَرُواْ مِن يَوۡمِهِمُ ٱلَّذِي يُوعَدُونَ ٦٠
অতএব, যারা কুফরী করেছে তাদের জন্য দুর্ভোগ সে দিনের, যে দিনের বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 6 of 6